এই চরিত্রটির জন্য নিজেকে আলাদা করে প্রস্তুত করেছেন অভিনেতা। ছবি: সংগৃহীত
আয়ুষ্মান খুরানার অভিনয় দক্ষতা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তিনি যে লম্বা রেসের ঘোড়া তা ২০১২ সালে তাঁর প্রথম ছবি ‘ভিকি ডোনার’-এ তা বুঝিয়ে দিয়েছিলেন। তার পর একে একে ‘দম লগাকে হাইসা’, ‘বরেলি কি বরফি’, ‘শুভ মঙ্গল জ্যায়দা সাবধান’, ‘বাধাই হো’, ‘ড্রিম গার্ল’, ‘বালা’, ‘অন্ধাধুন’, ‘আর্টিকেল ১৫’— প্রত্যেকটি ছবিতেই তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। আয়ুষ্মান খুরানা অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘অনেক’ ইতিমধ্যেই নানা মহলে প্রশংসা কুড়িয়েছে। এই প্রথম ছদ্মবেশী গোয়েন্দা অফিসার অমন ওরফে জশুয়ার ভূমিকায় আয়ুষ্মান। আয়ুষ্মান এমনিতে অত্যন্ত শরীর সচেতন। তবে এই চরিত্রটির জন্য নিজেকে আলাদা করে প্রস্তুত করেছেন অভিনেতা।
‘অনেক’ ছবিতে অভিনয় করার আগে অত্যন্ত কঠোর শরীরচর্চার মধ্যে দিয়ে নিজেকে নিয়ে গিয়েছেন। নিয়ম করে ওজন তোলা, ক্রস ফাংশানাল ট্রেনিং, রোয়িং, দৌড়ানো এবং পেশিবহুল হয়ে উঠতে যা যা করা সম্ভব সবই করেছেন অভিনেতা। এই ছবিতে গোয়েন্দা হওয়ার সুবাদে প্রচুর দৃশ্যে দৌড়ের দৃশ্য ছিল আয়ুষ্মানের। ফলে শ্যুটিং শুরুর আগে এবং চলাকালীন দৌড়ানোর প্রতি বেশি নজর দিয়েছিলেন আয়ুষ্মান।
এই ছবিতে গোয়েন্দা হওয়ার সুবাদে প্রচুর দৃশ্যে দৌড়ের দৃশ্য ছিল আয়ুষ্মানের। ছবি: সংগৃহীত
দৌড়ঝাঁপের পাশাপাশি পেশি সচল রাখতে নিয়মিত কার্ডিও করতেন। আয়ুষ্মান ছবির প্রচারে এসে সাক্ষাৎকারে বলেছিলেন, কার্ডিও শুধু শরীর নয় মানসিক স্বাস্থ্য ভাল রাখতেও সাহায্য করে।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।