স্পেশ্যাল সংস্করণ আইফোন ৭ ও ৭ প্লাস
অ্যাপল স্মার্টফোনের গায়ের রং গাঢ় ‘রেড ওয়াইন’। এই রংয়ের স্মার্টফোন অন্তত অ্যাপলে খুব একটা দেখা যায়নি। গত বছর সেপ্টেম্বরে লঞ্চ হওয়া আইফোন ৭ এবং ৭ প্লাসের একটি স্পেশ্যাল সংস্করণ আনতে চলেছে অ্যাপল।
অ্যাপলে এই নতুন সংস্করণের ৩২ জিবি, ১২৮ জিবি এবং ২৫৬ জিবির তিন ধরনের মেমরি রয়েছে। ৪.৭ ইঞ্চি (আইফোন ৭-র জন্য) এবং ৫.৫ ইঞ্চি (আইফোন ৭প্লাস) ডিসপ্লের এই দুই ফোনেই থাকছে ১২ মেগা পিক্সেল ক্যামেরা। ৮২ হাজার টাকা থেকে শুরু হচ্ছে এই ফোনের দাম।
আরও পড়ুন- এ বার যে কোনও বিল মেটান স্যামসাং পে-র সাহায্যে
আগামী ২৪ মার্চ থেকে ভারত-সহ বিশ্বের বেশির ভাগ দেশেই পাওয়া যাবে এই দুটি মডেল। তবে, ফের নতুন করে আইফোন ৭-এর স্পেশ্যাল সংস্করণ বার করার পিছনে কি শুধুই রং! নাকি অন্য কারণও রয়েছে?
নতুন এই স্মার্টফোনের গায়ের রং গাঢ় ‘রেড ওয়াইন’
অ্যাপলের এই সংস্করণের ফোন কিনলে এডস ক্যাম্পেনে সরাসরি সহযোগিতা করতে পারবেন আপনিও। কী ভাবে? প্রোডাক্ট রেড নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে অ্যাপল এই নতুন সংস্করণ বার করেছে। অ্যাপল সংস্থার তরফে জানানো হয়েছে, প্রোডাক্ট রেডের সঙ্গে ১০ বছর ধরে হাত মিলিয়ে কাজ করে ইতিমধ্যে প্রায় ১৩ কোটি ডলার অনুদান হিসাবে দিয়েছে ওই সংস্থাকে। আফ্রিকার বিভিন্ন দেশে এইচআইভি আক্রান্ত মানুষের কাউন্সেলিং, ওষুধ পত্র, মেডিক্যাল পরীক্ষার মতো বিষয়ে কাজ করে থাকে এই সংস্থা।