Bhaiphota Special

ভাইফোঁটায় বোনকে জামাকাপড় বা চকোলেট দিতে চাইছেন না? ৫টি উপহারের কথা ভেবে দেখতে পারেন

ভাইফোঁটার মজাটাই অন্য রকম। আর শত ঝগড়া, খুনসুটি সত্ত্বেও এই দিনটায় যেন সব মনোমালিন্য এক্কেবারে ভুলে থাকা। তবে এসবের পাশাপাশি থাকে উপহার দেওয়া-নেওয়ার পালা। বোনকে কী উপহার দেবেন ভেবে পাচ্ছেন না? রইল ৫টি উপহারের সুলুকসন্ধান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ১০:২২
Share:

ভাইফোঁটার উপহারে থাকুক ভাবনার ছোঁয়া। ছবি: শাটারস্টক।

এই একটা দিন ঘিরেই ভাই আর বোনের সারা বছরের দীর্ঘ প্রতীক্ষা। ভাইয়ের মঙ্গল কামনা করে সকাল থেকে বোনের উপোস করে থাকা, ফোঁটা দেওয়ার তোড়জোড়, তার পর জমিয়ে পেটপুজো। ভাইফোঁটার মজাটাই অন্য রকম। আর শত ঝগড়া, খুনসুটি সত্ত্বেও এই দিনটায় যেন সব মনোমালিন্য এক্কেবারে ভুলে থাকা। তবে এসবের পাশাপাশি থাকে উপহার দেওয়া-নেওয়ার পালা। বোনকে কী উপহার দেবেন ভেবে পাচ্ছেন না? রইল ৫টি উপহারের সুলুকসন্ধান।

Advertisement

পোষ্য: আপনার দিদি বা বোন কি কুকুরছানা ভালবাসেন? দীর্ঘ দিন ধরে বাড়িতে পোষ্য আনার পরিকল্পনা করছেন? সে ক্ষেত্রে বাড়িতে একটি পোষ্য এনে চমকে দিতে পারেন তাঁকে! তবে বাড়িতে পোষ্য নিয়ে আসা কিন্তু বড় দায়িত্বের বিষয়। তাই ভেবেচিন্তে তবেই এই উপহার দিন।

শপিং ভাউচার: কেনাকাটা করতে সব মেয়েই কমবেশি পছন্দ করেন। আর আপনার বোনেরও সেই শখ থাকলে তাঁকে অনায়াসে শপিং ভাউচার উপহার দিতে পারেন। এতে তিনি তাঁর নিজের পছন্দমতো কেনাকাটা করতে পারবেন। পোশাক হোক কিংবা প্রসাধনী, তাঁর প্রয়োজন অনুযায়ী তিনি জিনিস কিনে নিতে পারেন।

Advertisement

স্মার্ট হোম অ্যাসিস্ট্যান্ট: অ্যালেক্সা— একডাকে সাড়া দেওয়া এই ‘হোম অ্যাসিস্ট্যান্ট’-এর পরিচিত গোটা বিশ্বে ছড়িয়ে আছে। বিভিন্ন কাজ অত্যন্ত সহজে করে দেওয়ায় ‘অ্যালেক্সা’ বন্ধু হয়ে উঠতে পারে যে কোনও মানুষের। বহু মুশকিল সহজেই আসান করে দেয় এই বৈদ্যুতিন যন্ত্র। রাখিতে বোনকে ‘হোম অ্যাসিস্ট্যান্ট’ উপহার দিয়ে চমকে দিতেই পারেন।

স্টেকেশনের পরিকল্পনা: কর্মব্যস্ত জীবনে সকলের হাতেই সময়ের বড় অভাব। তাই পরিবারের সঙ্গে দূরে কোথাও ঘুরতে যাওয়ার অবকাশ হয় না। রাখি উপলক্ষে সপ্তাহান্তে বোন ও গোটা পরিবারের সঙ্গে শহরের কোনও বিলাসবহুল হোটেলে স্টেকেশনের পরিকল্পনা করতে পারেন।

সাবস্ক্রিপশন: আপনার বোন কি সিনেমা বা ওয়েব সিরিজ়ের পোকা? তা হলে কিনে দিতে পারেন এক বছরের তাঁর পছন্দের কয়েকটি ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement