Alexa

অ্যালেক্সা রকেটও লঞ্চ করে! ভিডিয়ো দেখে অভিভূত সকলে, ওড়িশার ইঞ্জিনিয়ার শিখিয়ে দিলেন কায়দা

ভিডিয়োতে দেখা যাচ্ছে অ্যলেক্সার থেকে খানিকটা দূরে রাখা একটি বোতলে রকেট রাখা আছে। সেই বোতল থেকে বেরিয়ে এসেছে কিছু বিদ্যুতের তার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ১৯:৪১
Share:

ছবি : সংগৃহীত।

তার কাজ হুকুম তামিল করা। নাম ধরে ডেকে অ্যালেক্সাকে যদি কিছু করতে বলা হয় এবং তা যদি তার সামর্থের মধ্যে থাকে, তবে সেই হুকুম সে পালন করবে। সাধারণত অ্যালেক্সার কাছে যে ধরনের হুকুম এসে থাকে, তার মধ্যে গান চালাও, ইন্টারনেট সার্চ করো, আলো জ্বালাও, টিভি চালাও, এসি চালাও গোছের হাজার একটা ফরমাশ রয়েছে। সোজা কথায় স্মার্ট প্রযুক্তির যেকোনও কিছুকে চালু করতে পারে অ্যালেক্সা। কিন্তু রকেট লঞ্চ করতে পারে কি!

Advertisement

নিতান্তই সাধারণ রকেট বাজি যাকে বলে। যার সলতেতে ফুলঝুরি বা জ্বলন্ত মোম ধরলেই ‘হুউউশ’ শব্দে উড়ে যায়। সেই রকেট কি চালাতে পারে অ্যালেক্সা? উত্তর হল পারে। শুধু তা-ই নয় তেমন রকেট লঞ্চ করে দেখিয়েছেন ওড়িশার এক ইঞ্জিনিয়ার। সম্প্রতি সেই রকেট ওড়ানোর একটি ভিডিয়ো সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন তিনি। ভিডিয়োটি দেখে অভিভূত হয়ে গিয়েছেন নেটাগরিকেরা। তাঁরা বিশ্বাসই করতে পারছেন না, স্মার্ট প্রযুক্তি ছাড়া কী ভাবে রকেট লঞ্চ করতে পারল অ্যালেক্সা। ভিডিয়োটি ইন্টারনেটে এতটাই জনপ্রিয় হয়েছে যে। যে অ্যামাজ়নের পণ্য অ্যালেক্সা, তারাও ওই ভিডিয়োর নীচে মন্তব্য করেছে, ‘‘একেই বোধ হয় বলে হাত ব্যবহার না করে দীপাবলি পালনকে সিরিয়াসলি নেওয়া।’’ সুইগি ইনস্টামার্টও লিখেছে, ‘‘এআই প্রযুক্ত যখন অনেক দূরে পৌঁছে যায়!’’

ভিডিয়োতে দেখা যাচ্ছে অ্যলেক্সার থেকে খানিকটা দূরে রাখা একটি বোতলে রকেট রাখা আছে। সেই বোতল থেকে বেরিয়ে এসেছে কিছু বিদ্যুতের তার। অ্যালেক্সাকে বলা হচ্ছে ‘‘অ্যালেক্সা লঞ্চ দ্য রকেট।’’ অ্যালেক্সাও পাল্টা জানাচ্ছে, ‘‘ইয়েস বস, লঞ্চিং দ্য রকেট।’’ মুহূর্তের মধ্যে সত্যি সত্যিই দেখা যাচ্ছে রকেট উড়তে। দেখে নেটাগরিকদের অনেকেই প্রশ্ন করেছিলেন, সত্যিই কি অ্যালেক্সা রকেট লঞ্চ করতে পারে? জবাবে ওড়িশার ওই ইঞ্জিনিয়ার ইউটিউবের একটি ভিডিয়ো করে দেখিয়েছেন কী ভাবে রকেট লঞ্চ করা যেতে পারে অ্যালেক্সার প্রযুক্তিকে ব্যবহার করে। ভিডিয়োয় তিনি বলেছেন, ‘‘অ্যালেক্সার সাহায্যে স্বর নিয়ন্ত্রণ করে দূর থেকে রকেট লঞ্চ করা সম্ভব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement