বড়দিনে সান্তাদাদুর বড় উপহার। —প্রতীকী ছবি।
সারা জীবনের রোজগার ফলবিক্রেতাকে দান করলেন ৮৮ বছর বয়সি এক বৃদ্ধ। চিনের সাংহাই-নিবাসী সেই বৃদ্ধের নাম মা। ফলবিক্রেতা লিউয়ের সঙ্গে কোনও রক্তের যোগ নেই বৃদ্ধের। তবুও মা একটি বাড়ি-সহ প্রায় ৪ কোটি টাকার সম্পত্তি লিউয়ের নামে লিখে দেন। বড়দিনে আসল সান্তাদাদুর কাছ থেকে উপহার পেলেন লিউ।
তবে কেনই বা ফলবিক্রেতার নামে সম্পত্তি লিখে দিলেন বৃদ্ধ? চিনের এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃদ্ধ মায়ের সেবাযত্নে কোনও ত্রুটি রাখেনি লিউ। মায়ের শরীর খারাপের সময় তাঁর স্ত্রী ও সন্তানেরও খেয়াল রেখেছিলেন লিউ। মায়ের বড় ছেলের মৃত্যুর পর তাঁর শ্রাদ্ধের অনুষ্ঠানটিও একা হাতেই সামলেছেন লিউ। বৃদ্ধের পরিবারের কোনও লোকজনই তাঁর পাশে ছিল না সেই সময়।
২০২১ সালে মৃত্যু হয় মায়ের। তারপরেই জানা যায় মা তাঁর সম্পত্তি লিউকে দিয়ে গিয়েছেন। তবে মায়ের দলিল মানতে চায়নি তাঁর বোনেরা। আদালতে তাঁরা জানান মায়ের মানসিক ভারসাম্য ঠিক ছিল না, সেই সুযোগে সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছিলেন তিউ। দু’বছর ধরে মামলা চলার পর শেষ পর্যন্ত মায়ের দিদিদের আবেদন খারিজ করে আদালত। মায়ের বাড়ি ও সম্পত্তি লিউই ভোগ করবে, জানিয়ে দিয়েছে আদালত।