শীত আসতে না আসতেই হাজির হয় খুসকি। মাথার রোমকূপে ময়লা জমে এবং ছত্রাকের প্রভাবে খুসকি হয়। এ ছাড়া আর্দ্রতা কমে গিয়ে চুল রুক্ষ্ম হয়ে গেলেও এমন সমস্যা হতে পারে। খুশকি হয়।
খুসকি সকলের কাছেই ভীষণ আতঙ্কের। শুধু মাথার তৈলাক্ত তালুই নয়, যাঁদের শুষ্ক তালু, তাঁরাও এর শিকার হতে পারেন। শীত কালে খুসকির প্রকোপ বেড়ে যায়। এর অন্যতম কারণ, গরম জল দিয়ে স্নান এবং পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে মাথা না ধোওয়া। সব সময় পার্লারে গিয়ে তো চুলের পরিচর্যা করা সম্ভব হয় না। তাই শীতের সময় ঘরোয়া পদ্ধতিতে কী করে খুসকি দূর করবেন জেনে নিন।
আরও পড়ুন: বিদ্যুৎ বিল কমিয়ে ফেলার উপায়