ডায়েরিয়া: পেটের সমস্যায় ভুগলে এক গ্লাস ভাতের ফ্যানের সঙ্গে এক চিমটি নুন মিশিয়ে খান। দ্রুত ডায়রিয়া সারাতে এই জল অপরিহার্য।
ত্বকের যত্নে রোজই এটা মাখছেন, সেটা মাখছেন। গরমে অ্যালার্জি কমাতেও নাজেহাল অবস্থা। জানেন কি এই সব সমস্যার সমাধান করতে পারে রান্নাঘরের অতি সহজলভ্য একটি জিনিস? যা প্রায় রোজই আমরা অযত্নে ফেলে দিই? ভাতের ফ্যান। রূপচর্চা থেকে ডায়েরিয়া। সব কিছুতেই দারুণ উপকারী ভাতের ফ্যান। জেনে নিন এর কিছু গুণ।
আরও পড়ুন: গরমে অ্যাকনে দূরে রাখার এক ডজন টিপ্স