Rainy Day Planning

বৃষ্টি ভেজা মেঘলা দিনে ছুটি উপভোগ করতে পারেন বাড়িতেও, কী করলে মন ভাল হবে?

বর্ষায় ছুটির দিন বাড়িতে থেকেও উপভোগ্য হয়ে উঠতে পারে। শুধু দরকার একটু পরিকল্পনা। পোস্ট কপি- বৃষ্টির দিন উপভোগ করবেন কী ভাবে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৪ ১৪:৪৭
Share:

বর্ষার দিন বাড়িতে কী ভাবে উপভোগ করবেন? ছবি: সংগৃহীত।

ছুটির দিন রৌদ্রোজ্জ্বল হলে, কোথাও ঘুরতে চলে যাওয়াই যায়। তবে মাঝেমধ্যে ঝিরঝিরে বৃষ্টি নামলে জল-কাদা ভরা রাস্তায় বেরোতে অনেকেরই ইচ্ছা করে না। তবে তাই বলে, ছুটির দিন পানসে করে ফেলার কোনও মানে হয় না। বরং বাড়িতেই প্রিয় মানুষটির সঙ্গে উপভোগ করতে পারেন ভাল সময়। তার জন্য ছোটখাটো কয়েকটি পরিকল্পনা করলেই যথেষ্ট।

Advertisement

বৃষ্টিস্নান

ছোটবেলায় বৃষ্টিতে ভেজার জন্য যে আকুলতা থাকত, বড় হলেই তা যেন কোথায় উধাও হয়ে যায়। ছোটবেলা জমা জলে পা রাখার আনন্দ বড় হলেই বেমালুম হারিয়ে যায়। বাড়িতে যদি ছোট্ট সদস্য থাকে তা হলে স্নানের আগে বরং তার সঙ্গে ছাদে বা উঠোনে গিয়ে বৃষ্টিতে ভিজে নিতে পারেন। বহু দিন পর ছেলেবেলার স্মৃতি উসকে বৃষ্টিস্নান মন্দ হবে না। তবে, বৃষ্টিতে ভেজার পর ভাল করে স্নান জরুরি। না হলেই ঠান্ডা লেগে বিপদ ঘটবে।

Advertisement

বাড়িতেই ভূরিভোজ

বাইরে যদি ঝমঝমিয়ে বৃষ্টি হয়, তা হলে বাড়িতেই রেঁধে ফেলতে পারেন পছন্দের খাবার। বর্ষার দিনে খিচুড়ি ইলিশের যুগলবন্দি দারুণ হতে পারে। এ ছাড়াও, ইচ্ছে মতো পদ বানিয়ে দুপুরে জমিয়ে খাওয়া-দাওয়া করতে পারেন। সঙ্গে সুন্দর গান, মনোরম টেবিলসজ্জা, নতুন প্লেটে- খাবারের সুন্দর পরিবেশন বাড়তি ভাললাগা যোগ করতে পারে।

দুপুরে সিনেমা বা সিরিজ

ঘরে-বাইরে কাজের চাপে কত কথাই তো বলা হয় না। সিনেমা দেখা হয় না। প্রত্যেকেরই কিছু ভাল লাগার সিনেমা থাকে। আবার এমন অনেক সিনেমা থাকে, যা ছোট থেকে বড় হওয়ার পরেও ভোলা যায় না। যদি স্বামী-স্ত্রী একসঙ্গে সময় কাটাতে চান, তা হলে যে কোনও সিনেমা বা ওয়েব সিরিজ একসঙ্গে উপভোগ করতে পারেন। তবে যদি খুদে সদস্য থাকে, তবে ছোটবেলায় দেখা কোনও প্রিয় সিনেমা সন্তানকেও দেখাতে পারেন। একসঙ্গে বসে, স্মৃতি রোমন্থন করলেও দিনটি ভাললাগায় ভরে থাকবে।

বৃষ্টির রূপ

বাড়িতে যদি খোলা বারান্দা থাকে, তা হলে বিকেলে চা, মুড়ি, তেলেভাজা নিয়ে বৃষ্টির সময় সেখানেও বসতে পারেন। কিংবা ছাদে উঠেও বিকেল উপভোগ করতে পারেন। দৈনন্দিন জীবনে কাজের চাপে বহু বাড়ির সদস্যরা ছাদে উঠতে পারেন না। খোলা বারান্দা থাকলেও, সেখানে গিয়ে বসা হয় না। একটা দিন একটু অন্য রকম করে কাটানোর কথা ভাবলে মন্দ লাগবে না।

ক্যান্ডেললাইট ডিনার

সুগন্ধী মোমের স্নিগ্ধ আলোয় রাতটা করে সুন্দর করে তুলতে পারেন। মনোরম অন্দরসজ্জা, টেবিলে পছন্দের খাবার, মৃদুস্বরে সঙ্গীতের সুরে ঘরোয়া পরিবেশও হয়ে উঠতে পারে মনোরম। রাখতে পারেন পছন্দের পানীয়ের ব্যবস্থাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement