সন্তান বড় হতে শুরু করলে ওদের নিজস্ব জগত্ তৈরি হতে থাকে। জেনারেশন গ্যাপের কারণে বাবা, মায়েদের সঙ্গে বাড়তে থাকে দূরত্ব। কখনও বাবা, মায়েরা সন্তানেদর বুঝতে পারেন না, তো কখনও সন্তানরা বাবা, মায়েদের ভুল বোঝে। তাই সন্তান টিনএজে পৌঁছতেই ওদের বন্ধু হয়ে উঠুন। জেনে নিন ৫ টিপ্স।
আরও পড়ুন: সন্তানকে ছোট থেকেই সঞ্চয় শেখানোর ৫ টিপ্স