ছবি : সংগৃহীত।
রান্নাঘরে মশলা হিসাবে কালোজিরের কদর আছে। বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত গবেষণা অবশ্য বলছে, ওষুধ হিসাবেও কদর করার মতো জিনিস কালোজিরে।
ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে বিভিন্ন মশলার গুণাগুণের কথা বলা আছে। সেই সব মশলার গুণাগুণ নিয়ে ইদানীং আলোচনাও হচ্ছে বিস্তর। কেউ বলছেন জিরে ভেজানো জল খেতে, কেউ বলছেন দারচিনির চা খেতে। কালোজিরে নিয়মিত খেলেও শরীরের নানারকম উপকার হতে পারে বলে জানিচ্ছেন পুষ্টিবিদেরা।
১। স্মৃতিশক্তি
কালোজিরে মস্তিষ্কের কাজ করার ক্ষমতা এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে। বিশেষ করে বয়স্কদের মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করার জন্য এটি উপযোগী।
২। ডয়াবিটিস
কালোজিরে ডায়াবিটিস রোগও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে এবং শরীরের ইনস্যুলিন নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করে।
৩। ব্যথা-বেদনা
কালোজিরেতে আছে প্রদাহনাশক উপাদান। যা যন্ত্রণা কমাতেও সাহায্য করে। আর্থ্রারাইটিসের মতো স্নায়ু থেকে হওয়া ব্যথার রোগও দূরে রাখতে পারে।
৪। শ্বাসকষ্ট
বিভিন্ন গবেষণা বলছে কালোজিরে অ্যাস্থমার মতো প্রাণঘাতী অসুখকেও দূরে রাখতে সাহায্য করে।
৫। উদ্বেগ
রক্তবাহিকাকে শিথল করে রক্ত সঞ্চালন উন্নত করতে পারে কালোজিরে। যা পরোক্ষে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। নিয়ন্ত্রণে থাকে হাইপারটেনশনের সমস্যাও।