বন্ধুত্বের দিন তো প্রতি দিনই। তবে এই সুন্দর সম্পর্ক উদযাপনের একটা বিশেষ দিনও রয়েছে। অগস্ট মাসের প্রথম রবিবার হল সেই দিন। বন্ধুর হাতে তুলে দিন কোনও গিফট। কিছু গিফটের আইডিয়া রইল এই গ্যালারিতে।
পার্সোনালাইজড: নিজস্বতা বজায় রাখতে তৈরি করুন পার্লোনালাইজড গিফট। দুটো টি-শার্ট তৈরি করতে পারেন একটিতে ফ্রেন্ড, একটিতে ফরএভার লিখে। অথবা তৈরি করতে পারেন একই রকম কফি মাগ বা রিস্ট ব্যান্ড।
ফোটো কোলাজ: যদি আপনারা অনেক দিনের বন্ধু হন তা হলে নিশ্চয়ই দুজনের একসঙ্গে অনেক ছবি রয়েছে। স্মৃতি বিজড়িত সেই সব ছবি দিয়ে বানাতে পারেন দারুণ একটি কোলাজ।
চারা গাছ: বন্ধুকে দিতে পারেন ছোট্ট একটি গাছের চারা। বন্ধুত্বের প্রতীক হিসেবে। প্রতি দিল জল দিয়ে যত্ন নিয়ে যে ভাবে চারা গাছ বড় করে তুলতে হয়, বন্ধুত্বের সম্পর্কও সে ভাবে সযত্নে টিকিয়ে রাখতে হয়।
বই: বন্ধুকে উপহার দেওয়ার জন্য সেরা উপহার বোধহয় বই। বই দিয়ে মনের কথা বোঝানো যায় বন্ধুকে। আবার অনেক সময় অনেক বইয়ের সঙ্গে জড়িয়ে থাকে কিছু বিশেষ স্মৃতি।
চকোলেট: সম্পর্ক যখন বন্ধুত্বের তখন চকোলেট তো খেতেই হবে। উপহার দেওয়ার জন্য অন্য কিছু না পেলে বন্ধুকে দিতে পারেন চকোলেট, কেক, কুকিজের গিফট বাস্কেট। বা শুধু নানা রকমের চকোলেটও দিতে পারেন।