Dining Room decoration

ফরাসি কেতায় নিজের খাওয়ার ঘরটিকে সাজিয়ে তুলতে চান? তিনটি বিষয় মাথায় রাখতে পারেন

রাস্তার ধারের চা খাওয়ার দোকানটিও নিজস্ব ঢঙে, নিজস্ব শিল্পের ছোঁয়ায় বানানো। ফরাসীদের সেই শিল্পবোধের ঝলক দেখা যায় তাঁদের যাপনেও। নিত্যদিনের গৃহসজ্জাও শেখার মতো।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ২০:২০
Share:

ছবি : সংগৃহীত।

ফ্রান্সকে বলা হয় শিল্পের দেশ। আর বলা হবে নাই বা কেন! আইফেল টাওয়ার, ল্যুভর মিউজ়িয়াম, ফরাসি শিল্পীদের দেখার মতো চিত্রকলা— কি নেই ফ্রান্সে। যাঁরা ফ্রান্সে গিয়েছেন, তাঁরা বলেন, দেশটার সর্বত্রই শিল্পের ছোঁয়া।

Advertisement

রাস্তার ধারের চা খাওয়ার দোকানটিও নিজস্ব ঢঙে, নিজস্ব শিল্পের ছোঁয়ায় বানানো। ফরাসিদের সেই শিল্পবোধের ঝলক দেখা যায় তাঁদের যাপনেও। নিত্যদিনের গৃহসজ্জাও শেখার মতো। আপনি যদি নিজের ঘরের একটি কোনা ফরাসীদের মতো করে সাজাতে চান তা হলে কী ভাবে সাজাবেন?

ফরাসিরা শিল্পের মতো তাদের খাবারের জন্যও বিখ্যাত। তাই প্রথমে বাড়ির খাবার ঘরটিতেই দিতে পারেন ফরাসী ছোঁয়া। প্রাথমিক ভাবে যে তিনটি বিষয় মাথায় রাখবেন, সেগুলি হল—

Advertisement

১। টেবিল ক্লথ

যেকোনও ফরাসি খাওয়ার জায়গায় একটু নজর করলেই দেখবেন সাদা টেবিলক্লথকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আর কিছু না হোক টেবিল ক্লথে সাদা লেসের কাজ থাকবেই। আপনিও আপনার বাড়ির খাওয়ার টেবিলটি সাজিয়ে নিতে পারেন সাদা লেসের কাজ করা সাদা অথবা প্যাস্টেল রঙের টেবিল ক্লথ দিয়ে।

২। ফুলের সাজ

ফরাসি খাওয়ার ঘরের আরও একটি বিশেষত্ব হল ফুলের সজ্জা। ফুলের সাজ টেবিলে বাড়তি উষ্ণতা নিয়ে আসে। আনে রোম্যান্টিক আবহও। পোর্সেলিনের ফুলদানিতে তেমন এক গোছা হালকা রঙের ফুল সাজিয়ে দিলেই ডাইনিং টেবিলের মেজাজ বদলে যাবে।

৩। কাঠের বসার জায়গা

ফরাসি সাজে কাঠের চেয়ার টেবিল বাড়তি মাত্রা আনবে। অথবা রট আয়রনের চেয়ার টেবিলও ব্যবহার করতে পারেন। যা খাওয়ার ঘরের সাজে যোগ করবে ধ্রুপদী মাত্রা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement