Lifestyle News

অল্প খরচে ভারতের যে জায়গাগুলোয় ডেস্টিনেশন ওয়েডিং করতে পারেন

আসর জমিয়ে বাজারে এসে গিয়েছে শীত। আর শীত মানেই বিয়ের মরশুম। বিয়ে নিয়ে সকলের মধ্যেই থাকে অন্য রকম কিছু চাহিদা। কেউ ভাবেন খুব সুন্দর করে সাজবেন, কেউ বিশেষ করে নজর দেন খাবার-দাবারের দিকে, কেউ আবার ওয়েডিং ফোটোশুট করান হাজার হাজার টাকা খরচ করেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৬ ১২:২১
Share:

আসর জমিয়ে বাজারে এসে গিয়েছে শীত। আর শীত মানেই বিয়ের মরশুম। বিয়ে নিয়ে সকলের মধ্যেই থাকে অন্য রকম কিছু চাহিদা। কেউ ভাবেন খুব সুন্দর করে সাজবেন, কেউ বিশেষ করে নজর দেন খাবার-দাবারের দিকে, কেউ আবার ওয়েডিং ফোটোশুট করান হাজার হাজার টাকা খরচ করে। তবে আজকাল বিয়েতে ফ্যাশন ইন ডেস্টিনেশন ওয়েডিং। কখনও সমুদ্রের ধারে বালিতে পা ডুবিয়ে ঢেউ গুনতে গুনতে চার হাত এক হওয়া। কখনও রাজকীয় প্রাসাদের ঐতিহ্যকে সাক্ষী রেখে একে অপরকে মন দিয়ে ফেলা। এমনই ডেস্টিনেশন ওয়েডিংয়ের দিকে ধীরে ধীরে ঝুঁকছে এ দেশের লভ বার্ডসরাও। কম যাননা বাঙালিরাও। ভাড়া বাড়ি, পাঁচ তারা হোটেল, রাজবাড়ির বিয়ে বাঙালির কাছে এখন মোটামুটি জলভাত। তাই সাধ্য মতো বাজেটে এখন ডেস্টিনেশন ওয়েডিংয়ের নেশায় বুঁদ বাঙালির জন্য রইল এমনই এক গুচ্ছ জায়গার ঠিকানা।

Advertisement

আরও পড়ুন: ত্বক ভাল রাখতে নাভির যত্ন নিন, জেনে নিন কিছু টোটকা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement