যে সব ক্ষেত্রগুলিতে আগামী দিনে কেরিয়ার গড়ার বিপুল সুযোগ তৈরি হচ্ছে বলে মনে করা হচ্ছে, তাদের অন্যতম ডেটা সায়েন্স। বিশেষজ্ঞদের অনুমান, আর কয়েক বছরের মধ্যে গোটা বিশ্বেই ডেটা অ্যানালিস্ট এবং সায়েন্টিস্টদের চাহিদা বাড়বে। করোনার আবহে যেখানে অনলাইন পড়াশোনার চাহিদা তৈরি হচ্ছে, সেই কথা মাথায় রেখেই কিছু দিন আগে একটি অনলাইন বি এসসি কোর্স চালু করার কথা ঘোষণা করল আইআইটি ম্যাড্রাস। কোর্সটি, ‘বি এসসি ডিগ্রি প্রোগ্রাম ইন প্রোগ্রামিং অ্যান্ড ডেটা সায়েন্স’। দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ যে কেউ এই কোর্সে যোগ দিতে পারবে। সেই সঙ্গে তাদের দশম শ্রেণিতে ইংরেজি এবং অঙ্ক থাকতে হবে। যারা এ বছর দ্বাদশ শ্রেণি পাশ করল তারা যেমন আবেদন করার যোগ্য, তেমনই যারা কলেজে পড়ছে অথবা চাকুরিরত, তারাও এই কোর্সে ভর্তি হতে পারবে। কোর্সটির তিনটি পর্যায়— ফাউন্ডেশন, ডিপ্লোমা কোর্স আর ডিগ্রি। এবং এই তিনটির যে কোনও পর্যায়ে এই কোর্স থেকে বেরিয়ে আসা যায়। শিক্ষার্থীদের প্রথমে চারটি বিষয়ের (অঙ্ক, ইংরেজি, স্ট্যাটিসটিক্স এবং কম্পিউটেশনাল থিঙ্কিং) চার সপ্তাহের কোর্স সম্পর্কিত জিনিসপত্র দেওয়া হবে। তারা অনলাইনে কোর্স লেকচার শুনতে পারবে, অনলাইনেই তাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। চার সপ্তাহ শেষে একটি কোর্সে ভর্তির পরীক্ষা হবে। যারা তাতে প্রতিষ্ঠান নির্ধারিত কাট অব মার্কস পাবে, তারা এখানকার ফাউন্ডেশন কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবে। কর্তৃপক্ষের দাবি, তাদের অত্যাধুনিক অনলাইন পোর্টাল-এর মাধ্যমে কোর্সগুলি ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া হবে। এবং দেশের যে সব প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেটের সুবিধে নেই, সেখানকার শিক্ষার্থীরাও এই কোর্স করে নিজেদের চাকরির উপযোগী করে গড়ে তুলতে পারবে। ক্লাসরুমে যে ভাবে পড়াশোনা হয়, অনলাইনেও যাতে তেমনই হয়, তার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষকদের পড়ানোর ভিডিয়ো, সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট এবং সাধারণ কোর্সের পরে যেমন পরীক্ষা হয়, ঠিক তেমন পরীক্ষারই ব্যবস্থা থাকবে এখানেও। আবেদন প্রক্রিয়া আর কিছু দিনের মধ্যেই শুরু হবে। চলার কথা ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ওয়েবসাইট: https://www.onlinedegree.iitm.ac.in/