হাইলাকান্দিতে ধৃত জঙ্গি লিঙ্কম্যান

জঙ্গি বিরোধী অভিযানে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বার সাফল্য পেল হাইলাকান্দি পুলিশ। গত সন্ধেয় ‘ইউনাইটেড ডেমোক্র্যাটিক লিবারেশন আর্মি’র (উদলা) ৩ জন ‘লিঙ্কম্যান’কে গ্রেফতার করা হল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাইলাকান্দি শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৫ ০৩:০১
Share:

জঙ্গি বিরোধী অভিযানে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বার সাফল্য পেল হাইলাকান্দি পুলিশ। গত সন্ধেয় ‘ইউনাইটেড ডেমোক্র্যাটিক লিবারেশন আর্মি’র (উদলা) ৩ জন ‘লিঙ্কম্যান’কে গ্রেফতার করা হল।

Advertisement

২৪ আগস্ট ওই সংগঠনের ৩ জঙ্গিকে পাকড়াও করা হয়েছিল। তারা রাজেশ চর্কির দলের সদস্য। মাসখানেক আগে অপহৃত ব্যবসায়ী সেলিমউদ্দিনের পরিজনদের কাছ থেকে মুক্তিপণ নিতে হাইলাকান্দির মিজোরাম সীমান্তবর্তী দামছড়ায় এসেছিল ওই ৩ জঙ্গি। তখনই তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, জেলবন্দি ৩ জঙ্গির সঙ্গে দেখা করতে গত কাল জেলে গিয়েছিল দক্ষিণ হাইলাকান্দির সীমান্তবর্তী গ্রামের ৩ যুবক। পুলিশের সন্দেহ হওয়ায় তাদের গ্রেফতার করা হয়। তিন যুবককে থানায় নিয়ে গিয়ে শুরু হয় জিজ্ঞাসাবাদ। জেরায় তারা নাম-ঠিকানা জানায়। পুলিশ জানায়, ধৃতদের মধ্যে রয়েছে গাঁধী খাসিয়া। সে মিজোরাম সীমান্তবর্তী চরাইবাকের বাসিন্দা। তা ছাড়াও ধরা পড়ে ঝানলাছড়ার সুইট পুস্টিন ও কিল্লারবাঁধের বদরউদ্দিন বড়ভুঁইঞা। তারা উদলার লিঙ্কম্যান।

Advertisement

হাইলাকান্দির ডিএসপি কে কলিতা জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগে গ্রেফতার হওয়া উদলা জঙ্গিদের সঙ্গে তাদের কি সম্পর্ক রয়েছে, তা-ও দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement