বিদ্যার খোঁজে

শিল্পী হেমা উপাধ্যায় এবং তাঁর আইনজীবী হরিশ ভামভানির জোড়া খুনে মূল অভিযুক্ত বিদ্যাধর রাজভরের খোঁজে বিভিন্ন দিকে লোক পাঠিয়েছে পুলিশ। সোমবার বারাণসী থেকে শিবকুমার রাজভর ধরা পড়ার পরে বিদ্যার খোঁজে তত্পর হয় পুলিশ।

Advertisement
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৫ ০৩:১১
Share:

শিল্পী হেমা উপাধ্যায় এবং তাঁর আইনজীবী হরিশ ভামভানির জোড়া খুনে মূল অভিযুক্ত বিদ্যাধর রাজভরের খোঁজে বিভিন্ন দিকে লোক পাঠিয়েছে পুলিশ। সোমবার বারাণসী থেকে শিবকুমার রাজভর ধরা পড়ার পরে বিদ্যার খোঁজে তত্পর হয় পুলিশ। কারণ, পুলিশ ভ্যানে বসেই এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে শিবকুমার ওরফে সাধু দাবি করে যে, বিদ্যার নির্দেশেই তারা হেমা ও হরিশকে খুন করেছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement