Bomb Scare

বেকারত্বের জ্বালায় বিস্ফোরক-কাণ্ড, কবুল যুবকের

পুলিশ জানিয়েছে, যুবকের নাম আদিত্য রাও। বয়স ৩৫। যুবকের দাবি, চাকরি না পেয়ে হতাশায় ওই কাণ্ড ঘটান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২০ ০২:২৪
Share:

ফাইল চিত্র।

দু’দিন আগে মেঙ্গালুরু বিমানবন্দরে বিস্ফোরক উদ্ধার হওয়ার পরে অপরাধীকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। বুধবার প্রায় ৩৫০ কিলোমিটার দূরে বেঙ্গালুরুতে এক যুবক পুলিশের কাছে আত্মসমর্পণ করে ওই ঘটনার দায় স্বীকার করেছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, যুবকের নাম আদিত্য রাও। বয়স ৩৫। যুবকের দাবি, চাকরি না পেয়ে হতাশায় ওই কাণ্ড ঘটান। তবে পুলিশ জানায়, গত বছর বেঙ্গালুরু বিমানবন্দরে একাধিক ভুয়ো ফোনে বোমাতঙ্ক ছড়িয়ে আগে গ্রেফতার হন আদিত্য। পরে ছাড়া পান।

সোমবার মেঙ্গালুরু বিমানবন্দরের টিকিট কাউন্টারের কাছে বিস্ফোরক ভর্তি ব্যাগ রেখে গিয়েছিল কেউ। তবে কোনও দুর্ঘটনা ঘটার আগেই তা উদ্ধার করেন নিরাপত্তারক্ষীরা। এর পর সিসি ক্যামেরার ফুটেজ ঘেঁটে এক সন্দেহভাজনকে চিহ্নিত করে পুলিশ। এর ৪৮ ঘণ্টার মধ্যেই থানায় আত্মসমর্পণ করে আদিত্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement