ফাইল চিত্র।
কর্নাটকের বন্যায় বিপন্ন দিদি-জামাইবাবুর উদ্ধারেও ‘দিদিকে বলো’ কর্মসূচির সুফল পেলেন দক্ষিণ ২৪ পরগনার যুবক অরিন্দম বিট। চার দিন ধরে দিদি-জামাইবাবু আটকে ছিলেন বন্দর-শহর কারোয়ারের কাছে কায়গা উপনগরীতে, যেখানে রয়েছে কর্নাটকের পরমাণু উৎপাদন কেন্দ্র। প্রবল বর্ষণের জেরে কালী নদীর বন্যায় এবং স্থানীয় জলাধার খুলে দেওয়ায় এলাকাটি জলমগ্ন হয়ে পড়ে। বিদ্যুৎ, ফোন-সংযোগও ছিল বিচ্ছিন্ন। অরিন্দমবাবুর কথা শুনে, ‘দিদিকে বলো’র দল রাজ্য প্রশাসনের সাহায্য চায়।
রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর যোগাযোগ করে কর্নাটক সরকারের সঙ্গে। তারাই খবর দেয়, জলবন্দি ২০টি বাঙালি পরিবারকে নৌকা পাঠিয়ে উদ্ধার করা হয়েছে। অরিন্দমবাবুর দিদি-জামাইবাবুকে উদ্ধার করা হয় ৮ অগস্ট। অরিন্দমবাবু জানান, দিদিরা আপাতত নিরাপদ।