যোগী আদিত্যনাথ
বিভিন্ন মহলকে চমকে দিয়ে উত্তরপ্রদেশের ব্যাটন গোরক্ষপুরের সাংসদ তথা গোরখনাথ মন্দিরের প্রধান পুরোহিত যোগী আদিত্যনাথের হাতে দেওয়া হবে বলে স্থির করল বিজেপি।
৪৬ বছরের যোগী আদিত্যনাথ কট্টরবাদী হিসেবে পরিচিত। দীর্ঘ ৫ বছর তিনি গোরখপুরের সাংসদ রয়েছেন। প্রথম থেকে কোথাও তিনি মুখ্যমন্ত্রীর দৌড়ে ছিলেন না। সূত্রের খবর, এরই পাশাপাশি উপ-মুখ্যমন্ত্রী পদে আসছেন বিজেপির রাজ্য সভাপতি কেশবপ্রসাদ মৌর্য এবং দীনেশ শর্মা। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মনোজ সিনহা, বিজেপির রাজ্য সভাপতি কেশবপ্রসাদ মৌর্য, রাজনাথ সিংহ, স্বতন্ত্রদেব সিংহ, সতীশ মাহানা এবং সুরেশ খন্নার মতো নেতাদের নাম উঠে এলেও তাঁদের এড়িয়ে এক জন কট্টরবাদীকে শেষমেশ মুখ্যমন্ত্রী হিসেবে স্থির করায় দলের একাংশের মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুন: উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র