এর পরের পদক্ষেপ কী? ছবি: পিটিআই সৌজন্যে
মুখ্যমন্ত্রী হয়েই একের পর এক ‘খেল’ দেখাচ্ছেন যোগী আদিত্যনাথ। কিছু দিন আগেই নার্সারি স্তর থেকে ইংরাজি ভাষা চালু করার কথা ঘোষণা করেছিলেন উত্তরপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী। এ বার বেসরকারি মেডিক্যাল কলেজে এবং ডেন্টাল কলেজে সংরক্ষণ তুলে দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি। তফশিলি জাতি(এসসি), তফশিলি উপজাতি(এসটি), ও অন্যান্য অনগ্রসর শ্রেণির(ওবিসি) পড়ুয়াদের জন্য এতদিন আসন সংরক্ষিত থাকত। কিন্তু এ বার থেকে আর কোনও সংরক্ষণ নয়, মেধার ভিত্তিতেই এই সমস্ত কলেজগুলোতে পড়ুয়ারা ভর্তির সুযোগ পাবেন। সরকারের তরফে এক নির্দেশিকাতে এ কথা জানানো হয়েছে।
আরও পড়ুন: রামের উদয়, বামের অস্তে উদ্বিগ্ন তৃণমূল
মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই বেশ কিছু চমকদার সিদ্ধান্ত দিয়েছিলেন আদিত্যনাথ। কৃষি ঋণ মকুব, পাবলিক প্লেসে পান মশলা ও প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করা, সরকারি অফিসে ১০টার মধ্যে হাজিরা, মানস সরোবরের তীর্যযাত্রীদের জন্য ১ লক্ষ টাকা অনুদান, অ্যান্টি রোমিও স্কোয়াড, বেআইনি কসাইখানা বন্ধের মতো পদক্ষেপ পর পর নিয়ে গিয়েছেন যোগী। যদিও তাঁর একাধিক সিদ্ধান্ত নিয়ে বিরোধীদের সমালোচনার মুখেও পড়তে হয়েছে যোগী সরকারকে।