ছবি পিটিআই
অযোধ্যায় রামমন্দির তৈরির জন্য ‘রাম জন্মভূমি’ স্থলে জমি সমান করার কাজ এগিয়েছে। মন্দির যাতে নির্বিঘ্নে তৈরি হয়, সে জন্য বুধবার বিশেষ শিবপুজো হল কুবের টিলায়। শিবলিঙ্গের মাথায় কালো গরুর ১১ সের দুধ ঢেলে রুদ্রাভিষেক করলেন রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধুসন্তরা। ২০২২ সালে উত্তরপ্রদেশের পরবর্তী বিধানসভা নির্বাচন তো বটেই, এমনকি ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপির প্রচারের ভিতও এর মাধ্যমে তৈরি করা শুরু হয়ে গেল বলে মনে করা হচ্ছে। কিন্তু মন্দির তৈরি শুরুর সাড়ম্বর ঘোষণা সম্ভবত মুলতুবি রইল নরেন্দ্র মোদীর অপেক্ষায়।
অযোধ্যার আশা ছিল, মন্দিরের প্রথম ইট গাঁথা হবে তাঁর উপস্থিতিতে। কিন্তু করোনার কারণেই সম্ভবত এ দিন আসেননি তিনি। সাধুরা অনেকেই চাইছেন, পরিস্থিতি সামান্য ঠিক হলে, জুলাইয়ে শিলান্যাস এবং ভূমিপুজো হোক মোদীর হাত দিয়েই। কেদারনাথ মন্দিরের সংস্কার নিয়ে এ দিনই একটি বৈঠক করেছেন মোদী। প্রথমে ২০২২ সালের মধ্যে এই মন্দিরের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ধার্য হওয়ায় মনে হচ্ছিল, উত্তরপ্রদেশ ভোটেই রামমন্দিরের হাওয়া কাজে লাগাতে চায় বিজেপি। কিন্তু মঙ্গলবার ‘ভার্চুয়াল জনসভায়’ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি, ওই মন্দির তৈরির কাজ শেষ হবে কয়েক মাসের মধ্যেই। ফলে প্রশ্ন, তবে কি পশ্চিমবঙ্গে কুর্সি দখলকে পাখির চোখ করা বিজেপি রামমন্দির এবং তাকে ঘিরে হিন্দুত্বের হাওয়া তুলতে চায় বাংলার বিধানসভা ভোট থেকেই?