Jammu and Kashmir

World's Highest Rail Bridge: চন্দ্রভাগা নদীর উপর তৈরি হচ্ছে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু, কাজ শেষ হবে শীঘ্রই

রেল মন্ত্রক জানিয়েছে, চন্দ্রভাগা নদীর উপর এই রেল সেতু তৈরি হলে কাশ্মীরে ট্রেন চলাচল আর ব্যাহত হবে না।

Advertisement

সংবাদ সংস্থা

শ্রীনগর শেষ আপডেট: ২৪ জুন ২০২২ ২১:৪২
Share:

ছবি সংগৃহীত

জম্মু-কাশ্মীরে চন্দ্রভাগা নদীর উপর তৈরি হচ্ছে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু। ওই সেতু তৈরির কাজ ৮৮ শতাংশ শেষ হয়ে গিয়েছে বলেই বৃহস্পতিবার জানাল রেল মন্ত্রক।

Advertisement

মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, চন্দ্রভাগার উপর ওই সেতু তৈরির পর কাশ্মীরে রেল চলাচল আর ব্যাহত হবে না। সারা বছরই রেল চলাচল অব্যাহত থাকবে। খুব শীঘ্রই ওই সেতু তৈরির কাজ শেষ হবে বলেও জানানো হয়েছে।

আবহাওয়ার কারণে বিভিন্ন সময়েই কাশ্মীরে রেল চলাচল বাধাপ্রাপ্ত হয়। ওই সেতু তৈরি হলে যে কোনও আবহাওয়াতেই বাইরের রাজ্যগুলির সঙ্গে কাশ্মীরের যোগাযোগ চালু থাকবে।

Advertisement

রেল সূত্রে জানা গিয়েছে, রেললাইনের স্লিপার পাতার কাজ প্রায় শেষের দিকে। বিশ্বের সর্বোচ্চ এই সেতু উত্তর রেলের উধমপুর-শ্রীনগর-বারামুল্লা সংযোগ প্রকল্পের অংশ। ওই রেল সেতু তৈরি করতে আনুমানিক ২৮ হাজার কোটি টাকা খরচ হচ্ছে বলেও জানানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement