ওষধি সংরক্ষণে

নাগাল্যান্ডের অরণ্যে বিভিন্ন প্রজাতির ওষধি গাছের সংরক্ষণ নিয়ে দু’দিনের কর্মশালা হল ডিমাপুরে। রাজ্যের প্রধান মুখ্য বনপাল লোকেশ্বর রাও মাদিরাজু জানান, বিশ্বে জীববৈচিত্র্যময় হটস্পট হিসেবে যে ২৫টি স্থানকে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে একটি নাগাল্যান্ড। রাজ্যের ৮০.৩৩ শতাংশই অরণ্যাবৃত। এর মধ্যে বহু ধরণের ওষধি উদ্ভিদ মেলে। কিন্তু সেই সমৃদ্ধ ভাণ্ডারের চিহ্নিতকরণ ও সংরক্ষণের কাজ সে ভাবে হয়নি।

Advertisement
শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৫ ০৪:০৭
Share:

নাগাল্যান্ডের অরণ্যে বিভিন্ন প্রজাতির ওষধি গাছের সংরক্ষণ নিয়ে দু’দিনের কর্মশালা হল ডিমাপুরে। রাজ্যের প্রধান মুখ্য বনপাল লোকেশ্বর রাও মাদিরাজু জানান, বিশ্বে জীববৈচিত্র্যময় হটস্পট হিসেবে যে ২৫টি স্থানকে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে একটি নাগাল্যান্ড। রাজ্যের ৮০.৩৩ শতাংশই অরণ্যাবৃত। এর মধ্যে বহু ধরণের ওষধি উদ্ভিদ মেলে। কিন্তু সেই সমৃদ্ধ ভাণ্ডারের চিহ্নিতকরণ ও সংরক্ষণের কাজ সে ভাবে হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement