UP Crime News

‘চা খাবে!’ রাগে ফুঁসতে ফুঁসতে স্বামীর চোখে কাঁচি ঢুকিয়ে দিলেন তরুণী, রক্তে ভাসল ঘর

স্ত্রীর কাছে চা খেতে চেয়েছিলেন যুবক। এতেই তাঁর উপর রেগে যান তরুণী। ধারালো কাঁচি ঢুকিয়ে দেন স্বামীর চোখে। তাঁকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে তরুণী পালিয়ে যান বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৩ ১৫:৩২
Share:
Woman stabs husband’s eyes with scissors in UP

—প্রতীকী চিত্র।

স্ত্রীর কাছে চা খেতে চেয়েছিলেন যুবক। শুনেই তেলেবেগুনে জ্বলে ওঠেন তরুণী। রাগে ফুঁসতে ফুঁসতে তিনি স্বামীর উপর ঝাঁপিয়ে পড়েন। ধারালো কাঁচি ঢুকিয়ে দেন স্বামীর চোখের ভিতর। গল গল করে বেরিয়ে আসে রক্ত।

Advertisement

ঘটনাটি উত্তরপ্রদেশের বাগপৎ জেলার। আহত যুবকের নাম অঙ্কিত। তিনি পুলিশকে জানিয়েছেন, তিন বছর আগে তাঁর বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে ছোটখাটো ঝামেলা লেগে থাকত তাঁর। প্রায়ই ঝগড়া করতেন দম্পতি।

পুলিশ জানতে পেরেছে, ঘটনার তিন দিন আগে তরুণী তাঁর স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ, স্বামী চা করে দিতে বলায় বিরক্ত হন তরুণী। রাগের মাথায় কাঁচি নিয়ে তেড়ে যান যুবকের দিকে। সরাসরি তাঁর চোখে কাঁচির ধারালো অংশ ঢুকিয়ে দেন। চোখ কেটে রক্ত বেরোতে থাকে।

Advertisement

অপরাধ করেছেন বুঝতে পেরে তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকে পালিয়ে যান তরুণী। স্বামীকে রক্তাক্ত অবস্থায় ফেলেই তিনি চলে যান। যুবকের চিৎকারে পরে ছুটে আসেন পরিবারের অন্য সদস্যেরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশও। তারা যুবককে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে বড় হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। কাঁচির আঘাতে তাঁর চোখ গুরুতর জখম হয়েছে।

এই ঘটনার তদন্তের জন্য একটি দল গঠন করেছে পুলিশ। সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তারা। অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশিও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement