Republic Day

ইন্ডিয়া গেটে ‘পাকিস্তান জিন্দাবাদ’! প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতিতে বিঘ্ন ঘটাল মানসিক ভারসাম্যহীন

তাঁকে বাধা দেন উপস্থিত নিরাপত্তারক্ষীরা। তখনই ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে স্লোগান দিতে শুরু করেন ওই মহিলা।

Advertisement

সংবাদ সংস্থা 

নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৯ ১৪:১৫
Share:

প্রজাতন্ত্র দিবসে এ ভাবেই সেজে ওঠে ইন্ডিয়া গেট। নিজস্ব চিত্র।

দিল্লির ইন্ডিয়া গেটে চলছিল প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি। সেনাবাহিনীর বিভিন্ন দল সেখানে ব্যস্ত ছিল মহড়া নিয়ে। রবিবার হঠাত্ এক মহিলা সেখানে ঢোকার চেষ্টা করেন। যথারীতি তাঁকে বাধা দেন উপস্থিত নিরাপত্তারক্ষীরা। তখনই ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে স্লোগান দিতে শুরু করেন ওই মহিলা।

Advertisement

পুলিশ জানিয়েছে ওই মহিলা অমর জ্যোতি জওয়ান-এর দিকে প্রবেশ করার চেষ্টা করলে ইন্ডিয়া গেটের কাছেই তাঁকে বাধা দেন নিরাপত্তারক্ষীরা। কিন্তু নিরপত্তারক্ষীদের সঙ্গেও ঠেলাঠেলি শুরু করেন তিনি। শেষে মহিলা কনস্টেবল এসে তাঁকে আটক করে পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে নিয়ে যায়।

ওই মহিলা সম্পর্কে তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে, মহিলা আদতে হায়দরাবাদের বাসিন্দা। মুম্বইয়ে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় পথ ভুল করে তিনি চলে এসেছেন দিল্লিতে। দু’দিন আগে নিজামাবাদ থানায় ওই মহিলার নামে নিখোঁজ ডায়েরিও করেছেন তাঁর পরিবারের লোকজন।

Advertisement

আরও পড়ুন: ‘জুমলাবাজ’ সঙ্ঘ! জেল থেকেই কটাক্ষ লালুর, ‘হোয়াইট ওয়াশ’ হবে বিজেপি, তোপ তেজস্বীর

আটকের পর ওই মহিলার ডাক্তারি পরীক্ষা করানো হয়। চিকিৎসকরা জানান, ওই মহিলা মানসিক ভাবে বিশেষ চাহিদাসম্পন্ন। আপাতত ওই মহিলাকে শেল্টার হোমে রাখা হয়েছে। মহিলার কোনও অসত্ উদ্দেশ্য ছিল কি না, তা জানতে মহিলাকে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা অফিসাররা।

আরও পড়ুন: রেলের গ্রুপ ডি পরীক্ষার ফল ফেব্রুয়ারিতে

(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদেরদেশবিভাগে ক্লিক করুন।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement