এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।
১৭ বছরের এক কিশোরকে অপহরণ ও যৌন নির্যাতনের অপরাধে এক মহিলাকে ২০ বছরের সাজা শোনাল রাজস্থানের পকসো আদালত। ২০২৩ সালের অক্টোবরে রাজস্থানের বুন্দিতে ঘটনাটি ঘটেছিল। ওই মামলাতেই প্রায় দু’বছর পর সাজা হল দোষীর।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, রবিবার দোষীকে সাজা শুনিয়েছেন বুন্দির পকসো আদালতের বিচারক সেলিম বদরা। ২০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি দোষীকে ৪৫,০০০ টাকা জরিমানাও করেছে আদালত। সরকারি আইনজীবী মুকেশ জোশি রবিবার পিটিআইকে বলেন, ‘‘২০২৩ সালের ৭ নভেম্বর লালিবাই নামে ৩০ বছর বয়সি ওই মহিলার বিরুদ্ধে এক কিশোরকে অপহরণ ও যৌন নির্যাতনের অভিযোগে মামলা দায়ের হয়েছিল। দু’বছর আগের সেই মামলাতেই দোষী সাব্যস্ত হয়েছেন ওই মহিলা।’’
নির্যাতিত কিশোরের মায়ের অভিযোগ, লালিবাই তাঁর ছেলেকে প্রলোভন দেখিয়ে জয়পুরে নিয়ে গিয়েছিলেন। সেখানে একটি হোটেলের ঘরে কিশোরকে মাদক খাইয়ে ছয় থেকে সাত দিন ধরে যৌন নির্যাতন করেছিলেন ওই মহিলা। সে সময় ওই কিশোরের বয়স ছিল ১৬ বছর। কিশোরের মায়ের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৬৩ ধারা (অপহরণ) এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন (পকসো)-র অধীনে মামলা দায়ের করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করা হয়। ওই মামলায় দু’বছর পর তাঁকে দোষী সাব্যস্ত করল আদালত।