চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি সম্পূর্ণ সুস্থ। প্রতীকী ছবি।
স্বামীর সঙ্গে বাইকে চেপে যাচ্ছিলেন এক অন্তঃসত্ত্বা। কিন্তু উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি গাড়িকে কাটাতে গিয়েই বাইক থেকে ছিটকে পড়ে যান ওই মহিলা। সে সময় পিছনে থাকা একটি ট্রাক এসে পিষে দেয় মহিলাকে।
এই ঘটনায় গুরুতর জখম হন মহিলা। সেই অবস্থাতেই তাঁর প্রসববেদনা ওঠে। এবং একটি কন্যাসন্তানের জন্ম দেন মহিলা। সন্তান জন্ম দেওয়ার পরই মৃত্যু হয় তাঁর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফিরোজাবাদে।
এক প্রত্যক্ষদর্শীর কথায়, “চোখের সামনে এই ঘটনা দেখার পরেও যেন বিশ্বাস হচ্ছে না! মনে হচ্ছে এটা যেন কোনও একটা মিরাকল।” পুলিশ জানিয়েছে, সন্তানটি সুস্থ এবং স্বাভাবিক রয়েছে। মহিলার স্বামীর বিশেষ চোট লাগেনি। তবে মহিলাকে বাঁচানোর চেষ্টা করেও লাভ হয়নি।
চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি সম্পূর্ণ সুস্থ। বেশ কয়েকটি পরীক্ষা করা হয়েছে শিশুটির। ভয়ের কোনও কারণ নেই।
কয়েক দিন আগে হুবহু এমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছিল। ঘটনাস্থল ছিল বাংলাদেশ। অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না বেগম (৩২)-কে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রায়মণি এলাকার বাসিন্দা জাহাঙ্গির আলম (৪২)। তাঁদের সঙ্গে ছিল ছয় বছরের মেয়ে সনজিদা। কিন্তু রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ হারান তিন জন। দুর্ঘটনাস্থলে রত্নার পেট ফেটে জন্ম হয় এক শিশুকন্যার।