Rape in Nagpur

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিকিৎসককে ধর্ষণ, মহারাষ্ট্রের নাগপুরে আটক আইপিএস আধিকারিক

অভিযোগকারিণীর দাবি, ২০২২ সালের নভেম্বরে সমাজমাধ্যমে তাঁদের আলাপ হয়। সেই সময় অভিযুক্ত ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। আর তিনি ডাক্তারি পড়ছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৪:৩৭
Share:
চিকিৎসককে ধর্ষণের অভিযোগ। প্রতীকী ছবি।

চিকিৎসককে ধর্ষণের অভিযোগ। প্রতীকী ছবি।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিকিৎসককে ধর্ষণের অভিযোগ উঠল এক আইপিএস আধিকারিকের বিরুদ্ধে। ঘটনাটি মহারাষ্ট্রের নাগপুরের। অভিযুক্তকে আটক করে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শুক্রবার নির্যাতিতা নাগপুরের ইমামওয়াড়া থানায় ওই আইপিএস আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। অভিযোগকারিণীর দাবি, ২০২২ সালের নভেম্বরে সমাজমাধ্যমে তাঁদের আলাপ হয়। সেই সময় অভিযুক্ত ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। আর তিনি ডাক্তারি পড়ছিলেন।

অভিযোগকারিণী আরও জানিয়েছেন, সমাজমাধ্যমে আলাপের পর ফোন নম্বর বিনিময় হয়। তার পর ফোনে কথা হত দু’জনের। বন্ধুত্ব হয়। তার পর সেই সম্পর্ক ধীরে ধীরে আরও ঘনিষ্ঠ হয়। সেই সময় তাঁকে বিয়ের প্রতিশ্রুতিও দেন আইপিএস আধিকারিক। আর সেই প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কও গড়ে তোলেন বলে দাবি অভিযোগকারিণীর।

Advertisement

অভিযোগ, ইউপিএসসি পরীক্ষায় পাশ করে আইপিএস আধিকারিক হওয়ার পর মহিলাকে বিয়ে করতে অস্বীকার করেন ওই যুবক। শুধু তা-ই নয়, মহিলার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। তার পরই পুলিশের দ্বারস্থ হন মহিলা। আইপিএস আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement