Madhya Pradesh Crime

স্বামীর প্রথম স্ত্রীকে ৫০ বার কোপ! ধারালো ছুরি হাতে নিয়ে পর পর লাথি, পুলিশ এসে থামাল তরুণীকে

মধ্যপ্রদেশে স্বামীর প্রথম স্ত্রীকে কোপানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে তরুণীকে। কোনও কারণে বচসার জেরে ধারালো অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন ওই তরুণী। ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ০৭:৫২
Share:

মধ্যপ্রদেশের তরুণী স্বামীর প্রথম স্ত্রীকে আক্রমণ করছেন ধারালো ছুরি হাতে। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

স্বামীর প্রথম স্ত্রীকে কোপানোর অভিযোগে গ্রেফতার করা হল তরুণীকে। বচসার জেরে সতীনকে অন্তত ৫০ বার কোপান তরুণী। সঙ্গে চলে পর পর লাথি। এই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আক্রান্ত মহিলাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

ঘটনাটি মধ্যপ্রদেশের রেওয়া জেলার। সেখানকার বাসিন্দা রামবাবু বর্মা ২০১৯ সালে জয়া নামের এক মহিলাকে বিয়ে করেছিলেন। পরে ২০২১ সালে তিনি আবার বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীর নাম মানসী। দ্বিতীয় বিবাহের পর থেকেই দুই সতীনের মধ্যে ঝামেলা চলত, জানতে পেরেছে পুলিশ। গত ৩১ অক্টোবর দীপাবলির রাতে তাঁদের মধ্যে কোনও বিষয়কে কেন্দ্র করে নতুন করে বচসা বাধে। কথা কাটাকাটি থেকে বিষয়টি হাতাহাতির পর্যায়ে পৌঁছে গিয়েছিল। অভিযোগ, এর পরেই ধারালো ছুরি দিয়ে স্বামীর প্রথম স্ত্রীকে কোপাতে শুরু করেন মানসী।

ঘটনার যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, তাতে দেখা গিয়েছে, মহিলাকে মেঝেতে ফেলে ছুরি দিয়ে একের পর এক আঘাত করছেন তরুণী। প্রচণ্ড রাগে তাঁর মুখে বার বার লাথি মারছেন। নীচে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন মহিলা। রক্তে ভেসে যাচ্ছে ঘর। এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় পুলিশ। তারা গিয়ে তরুণীকে থামায় এবং গ্রেফতার করে। আক্রান্ত মহিলাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, ২০১৯ সালে বিয়ে করলেও প্রথম স্ত্রীর শারীরিক অসুস্থতার কারণে যুবক দ্বিতীয় বার বিয়ে করেছিলেন। তবে সে দিন কী নিয়ে দুই স্ত্রীর মধ্যে ঝামেলা হয়েছিল, এখনও স্পষ্ট নয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ বিষয়টি জানার চেষ্টা করছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলাও রুজু করা হয়েছে। হাসপাতালে আক্রান্ত মহিলার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে খবর। তিনি সুস্থ হলে তাঁর বয়ানও রেকর্ড করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement