প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।
বিজেপি সাংসদ তথা জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরন সিংহের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ পেয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাত গুটিয়ে বসেছিলেন কেন, তা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলল। মোদী সরকারের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি এ নিয়ে চুপ কেন, তা নিয়েও আজ বিরোধীরা প্রশ্ন তুলেছেন।
দেশের তারকা কুস্তিগিরেরা ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলে দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসেছেন। তাঁদের দাবি, ব্রিজভূষণকে ফেডারেশনের সভাপতির পদ থেকে সরাতে হবে। কংগ্রেস আজ প্রশ্ন তুলেছে, কুস্তিগির বিনেশ ফোগত ২০২১-এর অক্টোবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সব জানিয়েছিলেন। তাঁর প্রাণের ঝুঁকি রয়েছে বলেও জানিয়েছিলেন। প্রশ্ন হল, তার পরেও মোদী কী করেছেন? তিনি কেন চুপ করে বসেছিলেন? কী পদক্ষেপ করেছেন? বিরোধীদের প্রশ্ন, রামমন্দির আন্দোলন থেকে উঠে আসা ব্রিজভূষণের রাজনৈতিক প্রতিপত্তির জন্যই কি তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করতে ভয় পাচ্ছেন মোদী সরকার তথা বিজেপি নেতৃত্ব?
উত্তরপ্রদেশের সাংসদ ব্রিজভূষণ তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ তুলে দাবি করেছেন, তিনি মুখ খুললে সুনামি হয়ে যাবে। কংগ্রেসের প্রশ্ন, কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না? কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি কোথায়, তিনি কেন পদক্ষেপ করছেন না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। আজ কংগ্রেসের মঞ্চ থেকে দুই ক্রীড়াবিদ বিজেন্দ্র সিংহ ও কৃষ্ণা পুনিয়া এ নিয়ে সরব হয়েছেন। প্রশ্নের মুখে স্মৃতি জানিয়েছেন, তিনি এখন সুইৎজ়ারল্যান্ডের দাভোসে। তবে তিনি কুস্তিগিরদের সঙ্গে যোগাযোগ রাখছেন। বিজেপি সূত্রের বক্তব্য, ছ’বারের সাংসদ ব্রিজভূষণের উত্তরপ্রদেশের ছ’টি জেলায় প্রভাবের কথা মাথায় রেখেই নরেন্দ্র মোদী বা যোগী আদিত্যনাথ তাঁকে চটাতে চান না। সে কারণেই তিনি দশ বছর ধরে কুস্তি ফেডারেশনের সভাপতি রয়েছেন। কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনতে বলেন, ‘‘মোদী সরকার বলেছিল, খেলায় রাজনৈতিক নিয়ন্ত্রণ থাকবে না। বাস্তবে ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি পদে বসে রয়েছেন বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। রাইফেল অ্যাসোসিয়েশনের প্রধান পদে বিজেপির রনিন্দর সিংহ, তিরন্দাজি অ্যাসোসিয়েশনের প্রধান পদে অর্জুন মুন্ডা, বিসিসিআই সচিব পদে জয় শাহ, হকি ফে়ডারেশনের প্রধান পদে বিজেপির দিলীপ টির্কী এবং টেবল টেনিস ফেডারেশনের প্রধান পদে হরিয়ানায় এনডিএ সরকারের উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালার স্ত্রী মেঘনা চৌটালাকে বসানো হয়েছে।’’