CPM

CPM Party Congress; তৃণমূল কম কেন, প্রশ্ন বঙ্গ ব্রিগেডের

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২২ ০৪:৪৩
Share:

ফাইল চিত্র।

বিজেপির বিরোধিতার পাশাপাশি কংগ্রেসের দুর্বলতা নিয়েও চর্চা হচ্ছে বিস্তর। কিন্তু তৃণমূল কংগ্রেসের ‘অগণতান্ত্রিক’ ভূমিকার কথা কেন রাজনৈতিক ও কৌশলগত রিপোর্টে বিশদে বলা নেই, পার্টি কংগ্রেসে সেই প্রশ্ন তুললেন বাংলার সিপিএম নেতারা। দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বুধবার ওই রিপোর্ট পেশ করার পরে তার উপরে আলোচনা হচ্ছে, যা চলার কথা শুক্রবার দ্বিতীয়ার্ধ পর্যন্ত। বাংলার তরফে বৃহস্পতিবার সৃজন ভট্টাচার্য, অলকেশ দাস, সমন পাঠকেরা বিবরণ দিয়েছেন, বাংলায় শাসক তৃণমূল কী ভাবে বিরোধীদের কণ্ঠরোধ করছে, নির্বাচনে জালিয়াতি করে গণতন্ত্রকে ‘প্রহসনে’ পরিণত করছে। এমনকি, শাসক দলের নেতা-কর্মীরাও আক্রমণ থেকে রেহাই পাচ্ছেন না। আইনশৃঙ্খলার এই হাল নিয়ে বিজেপি কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করার সুযোগ পাচ্ছে। রাজনৈতিক রিপোর্টের উপরে বাংলার তরফে শমীক লাহিড়ী, জামির মোল্লাদেরও বলার কথা। তার পরে হবে সংগঠন নিয়ে আলোচনা। সেই পর্বে বাংলার বক্তা কল্লোল মজুমদার ও কনীনিকা ঘোষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement