কয়েক দিন আগে, ৯ বছর বয়সে অন্বিতা বিজয় মোবাইল অ্যাপস তৈরি করে সবাইকে চমকে দিয়েছিলেন। এ বারে আরও এক ভারতীয় বংশোদ্ভূত খুদে ডেভেলপারের চর্চায় মত্ত বিভিন্ন মহল। এই মুহূর্তে টুইটারে সবথেকে ট্রেন্ডিং ট্যাগের নাম তন্ময় বক্সী। শুক্রবার বেঙ্গালুরুতে আইবিএম ডেভেলপার কানেক্টরে একটি বিতর্ক অনুষ্ঠানে যোগ দেয় ১২ বছরের তন্ময় বক্সী। এই অনুষ্ঠানে বিস্ময় বালক শেয়ার করে সফটওয়ার, ডেভেলপিং সংক্রান্ত নানা তথ্য। এমনকী, তার লেখা নতুন বইয়ে অমিতাভ বচ্চনের অটোগ্রাফ পাওয়ার সেই অনুভূতিও শেয়ার করলেন সবার সঙ্গে।
পাঁচ বছর বয়সে তন্ময় বক্সী বিশ্বের কনিষ্ঠ অ্যাপ ডেভেলপারের তকমা পেয়েছিল। এত ছোট বয়সে ক্ষুরধার ডেভেলপার যেমন, গণিতেও মাস্টার কানাডার এই খুদে অধিবাসী। যখন সে কিন্ডারগার্টেনে পড়ত, তখন থেকেই এইচটিএমএল কোড শিখে ফেলেছিল। স্কুলে পড়াকালীন যে অ্যাপস তন্ময় তৈরি করেছিল, অ্যাপল বেশ কয়েক বার তা বাতিল করে দেয়। তবুও আশা ছাড়েনি তন্ময়। অনেক চেষ্টার পর শেষে তার তৈরি ‘টিটেবলস’ অ্যাপ লঞ্চ করে অ্যাপল। এই মুহূর্তে বক্সী অ্যাপল ওয়াচ নিয়ে নতুন একটি প্রজেক্টে গবেষণা করছে।
আরও খবর- ‘কনজিওরিং ২’ দেখতে দেখতে সিনেমা হলেই মৃত্যু