রাহুল গাঁধী।
গুজরাতে বিষমদ কাণ্ডে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৪২ জন। এখনও ভাবনগর, বোতাদ এবং আমদাবাদ জেলার স্থানীয় হাসপাতালগুলিতে ভর্তি রয়েছেন ৯৭ জন। এই ঘটনায় গুজরাত প্রশাসনের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। মহাত্মা গাঁধী, সর্দার পটেলের জন্মভূমিতে এই ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। মদ বিক্রির সঙ্গে যে সব মাফিয়া যুক্ত, কারা তাঁদের আড়াল করছেন সেই প্রশ্ন তুলেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।
শুক্রবার একটি টুইটে তিনি লেখেন, ‘খাতায়-কলমে গুজরাতে মদ নিষিদ্ধ হলেও, সেখানে বহু পরিবার এই বিষমদের কারণে ছারখার হয়ে গিয়েছে। এখনও সেখান থেকে ধারাবাহিক ভাবে কয়েক কোটি টাকার বেআইনি মদ উদ্ধার হচ্ছে।’ সেই টুইটেই তিনি প্রশ্ন তোলেন, বাপু-সর্দারের জন্মভূমিতে কারা অবৈধ মদ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন?