National News

রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদনের অপেক্ষায় ভারতে হোয়াটসঅ্যাপ পেমেন্টস

ড্যানিয়েল বলেন, ‘‘ভারত সরকার, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই) এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের সঙ্গে নিয়মিত সমন্বয় রেখে কাজ চলছে। বর্তমানে অন্তত দশ লাখ ব্যবহারকারী পরীক্ষামূলক ভাবে পেমেন্ট সার্ভিসেস ব্যবহার করছেন। তাঁদের সবার প্রতিক্রিয়া সদর্থক। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে লেনদেন মেসেজ পাঠানোর মতোই সহজ ও সুরক্ষিত, তা জানিয়েছেন এই সব ব্যবহারকারী।’’

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮ ১৭:৫৯
Share:

রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদনের অপেক্ষায় হোয়াটসঅ্যাপ পেমেন্টস।

প্রায় দু’বছর ধরে টানাপড়েন চলছে। ফেক নিউজ নিয়ে ব্যবস্থা গ্রহণ, ভারতে শাখা অফিস খোলা-সহ ভারত সরকারের প্রায় সব শর্তই পূরণ করে ফেলেছে হোয়াটসঅ্যাপ। কিন্তু এখনও পেমেন্ট গেটওয়ে ভারতে চালুর অনুমোদন পায়নি মার্ক জুকারবার্গের সংস্থা। ঝুলে রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের ছাড়পত্র। তবে সব জটিলতা কাটিয়ে শীঘ্রই আরবিআই-এর অনুমতি মিলবে বলে আশা প্রকাশ করলেন হোয়াটঅ্যাপ পেমেন্টস-এর প্রধান ক্রিস ড্যানিয়েল।

Advertisement

ড্যানিয়েল জানিয়েছেন, ভারত সরকার ফেক নিউজ ছড়ানো বন্ধ করতে পদক্ষেপ করতে বলেছিল, আমরা তা করেছি। ভারতে অফিসও খোলা হয়েছে ভারতের নির্দেশিকা মেনেই। প্রতিযোগী সংস্থাগুলি অভিযোগ তুলেছিল, হোয়াটসঅ্যাপের তথ্য ভারতে সেভ করা হয় না। তাই এই সংস্থাকে অনুমোদন দেওয়া উচিত হবে না। বর্তমানে সেই শর্তও পূরণ করে ভারতে তথ্য জমা রাখার ব্যবস্থা হয়েছে। এবার রিজার্ভ ব্যাঙ্ক অনুমোদন দিলেই পরিষেবা চালু করে দেওয়া হবে।’’

আরবিআই-এর পক্ষ থেকে কোনও সাড়া মিলেছে কি না, এ প্রশ্নের উত্তরে ড্যানিয়েল বলেন, ‘‘ভারত সরকার, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই) এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের সঙ্গে নিয়মিত সমন্বয় রেখে কাজ চলছে। বর্তমানে অন্তত দশ লাখ ব্যবহারকারী পরীক্ষামূলক ভাবে পেমেন্ট সার্ভিসেস ব্যবহার করছেন। তাঁদের সবার প্রতিক্রিয়া সদর্থক। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে লেনদেন মেসেজ পাঠানোর মতোই সহজ ও সুরক্ষিত, তা জানিয়েছেন এই সব ব্যবহারকারী।’’

Advertisement

আরও পড়ুন: কেজি প্রতি দেড় টাকারও কম! ৭৫০ কেজি পেঁয়াজ বিক্রির ১০৬৪ টাকা মোদীকে পাঠিয়ে প্রতিবাদ চাষির

আরও পড়ুন: আদালতের ইংরেজি নির্দেশ বুঝতেই পারল না পুলিশ! ব্যবসায়ীকে পুরল জেলে

হোয়াটসঅ্যাপ পেমেন্টসের কর্তা আরও বলেন, ‘‘ইউনাইটেড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই এর সব শর্তই পূরণ করা হয়েছে। সহযোগী ব্যাঙ্ক এবং ব্যবহারকারীদের প্রতিক্রিয়ায় আমরা আশাবাদী, রিজার্ভ ব্যাঙ্কও আমাদের অনুমোদন দেবে। আমরা আশাবাদী, আরবিআই অনুমোদন দেবে এবং তার পর খুব শীঘ্রই ভারতের প্রায় ২০ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী এই পরিষেবার সুবিধা নিতে পারবেন।’’

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement