সৌরভ রাজপুত খুনের পরতে পরতে রহস্য। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
নিজের ভুলের জন্যই খুন হতে হল মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে? অন্তত তেমনই দাবি করছেন সৌরভ খুনে অভিযুক্ত মুস্কান রস্তোগীর মা কবিতা। কিন্তু কী এমন ভুল করলেন সৌরভ, যার জন্য তাঁদের ১৫ বছরের প্রেম, ভালবাসার পরিণাম এতটা ভয়ঙ্কর হল? তাঁকে খুন করে ১৫ টুকরো করা হল?
সৌরভ হত্যাকাণ্ড নিয়ে একের পর এক কাহিনি প্রকাশ্যে আসছে। নানা দাবিও উঠে আসছে এই হত্যকাণ্ড, সৌরভ-মুস্কানের পারস্পরিক সম্পর্ক নিয়েও। চার দিকে যখন মুস্কান এবং তাঁর প্রেমিক সাহিল শুক্লের কড়া শাস্তির দাবি উঠছে, সৌরভের হত্যকাণ্ডের ন্যায়বিচার চেয়ে দাবি জোরালো হচ্ছে, সেই আবহেই মুস্কানের মা এক চাঞ্চল্যকর দাবি করে বসলেন, যা ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে।
মুস্কানের মা কবিতার দাবি, মুস্কানকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালবাসতেন সৌরভ। তাঁর সব রকম ইচ্ছা পূরণ করতেন। এমনকি মুস্কানের জন্য নিজের পরিবার, বিশাল সম্পত্তিও ছেড়ে চলে এসেছিলেন তাঁর জামাই। এত কিছুর পরেও সৌরভের কোন ভুলের কথা বলতে চাইলেন কবিতা, যার কারণে সৌরভকে মুস্কানের হাতে খুন হতে হল? এক সংবাদমাধ্যমকে কবিতা বলেন, ‘‘বিয়ের আগে মুস্কানকে আমরা ফোন দিইনি। ও আবদার করেছিল। কিন্তু আমরা মানতে চাইনি। তবে বিয়ের পর সৌরভই মুস্কানকে ফোন ব্যবহারের অনুমতি দিয়েছিল। শুধু তা-ই নয়, মুস্কানের পছন্দমতো ফোনও কিনে দিয়েছিল সৌরভ।’’
কবিতার আরও দাবি, সাহিলকে আগে থেকেই চিনতেন সৌরভ। কারণ মুস্কানের সঙ্গে এক স্কুলে পড়াশোনা করতেন সাহিল। সাহিল যে হেতু তাঁর স্কুলের পুরনো বন্ধু, সেই ভরসা করেই মুস্কানকে সাহিলের সঙ্গে কথা বলার অনুমতি দিয়েছিলেন সৌরভ। আর এই ছোট ভুলই সৌরভের হত্যার কারণ হয়ে উঠল বলে দাবি মুস্কানের মায়ের।
কবিতার আরও দাবি, মুস্কানের উপর অগাধ ভরসা এবং বিশ্বাস ছিল সৌরভের। কিন্তু এটাই ছিল সৌরভের সবচেয়ে বড় দুর্বলতা। আর সেই দুর্বলতাকেই কাজে লাগিয়েছেন তাঁর কন্যা মুস্কান। কবিতার কথায়, ‘‘মুস্কান বদসঙ্গে পড়ে গিয়েছিল, এ বিষয়টির আন্দাজই করতে পারেনি সৌরভ। কোন পথে ও চালিত হচ্ছে, সেটাও আঁচ করতে পারেনি।’’ কিন্তু তাঁর কন্যা যা করেছে, তা কখনও মাফের যোগ্য নয় বলে জানিয়েছেন কবিতা। শুধু তা-ই নয়, তিনি বলেন, ‘‘যদি মুস্কান দোষী হয়, তা হলে ওর যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। ওদের ফাঁসি হওয়া উচিত।’’
গত ৪ মার্চ প্রেমিক সাহিলের সঙ্গে মিলে সৌরভকে খুনের পর দেহ ১৫ টুকরো করার অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের মেরঠের বাসিন্দা মুস্কানের বিরুদ্ধে। সেই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সৌরভ-হত্যার তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন নতুন তথ্য উঠে আসছে।