২০২২-২৩ অর্থবর্ষে পশ্চিমবঙ্গে বাতিল হয়েছে ৮৩,৪৩,৪৬৯টি জব কার্ড। —ফাইল চিত্র।
গত সপ্তাহে কেন্দ্র সংসদে জানায়, ভুয়ো জব কার্ড বাতিলে শীর্ষে উত্তরপ্রদেশ। তখন প্রশ্ন ওঠে, তা হলে ভুয়ো জব কার্ডের কারণ দেখিয়ে পশ্চিমবঙ্গের টাকা আটকে রাখার যৌক্তিকতা কী। এই আবহে আজ সংসদে যে পরিসংখ্যান পেশ করা হল, তাতে দেখা গেল, মোট বাতিল জব কার্ডের সংখ্যায় প্রথমে পশ্চিমবঙ্গ।
গত সপ্তাহে কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি জানান, ১০০ দিনের কাজ প্রকল্পে ৭.৪৩ লক্ষ ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে ২০২২-২৩ অর্থবর্ষে। তার মধ্যে শুধু উত্তরপ্রদেশেই বাতিল হয় ২.৯৬ লক্ষ ভুয়ো কার্ড। আজ তিনি ফের জানান, ২০২২-২৩ অর্থবর্ষে মোট বাতিল জব কার্ডের সংখ্যা ৫.৪৮ কোটির বেশি। তার মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই বাতিল হয়েছে ৮৩,৪৩,৪৬৯টি।