প্রতীকী ছবি।
সমস্ত গ্রামীণ পরিবারের দরজায় জলের কল বসানোর প্রকল্প কার্যকর করার দায়িত্ব রাজ্যগুলির উপরে ছেড়েছে কেন্দ্র। কিন্তু পশ্চিমবঙ্গ এখনও তার জন্য বার্ষিক পরিকল্পনাই (অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান) জলশক্তি মন্ত্রকের জাতীয় কমিটির কাছে জমা দেয়নি বলে অভিযোগ মোদী সরকারের। বাকি সব রাজ্য তা করেছে বলেও জানিয়েছে তারা।
কেন্দ্রের দাবি, ২০১৯-২০ সালে বাংলার জন্য এই খাতে ৯৯৩.৮৮ কোটি টাকা বরাদ্দ করা হলেও, খরচ হয়েছে ৪২১.৬৩ কোটি। পড়ে রয়েছে বাকি টাকা। একই ভাবে অব্যবহৃত পড়ে রয়েছে আর্সেনিক কবলিত এলাকার জন্য দেওয়া টাকার প্রায় অর্ধেক। কেন্দ্র চায়, এই সমস্ত টাকা কাজে লাগিয়ে প্রতি মাসে লক্ষ্য বেঁধে দ্রুত কাজ শুরু করুক রাজ্য। প্রয়োজনে দেওয়া হবে বাড়তি বরাদ্দও। তা ছাড়া, করোনা পরবর্তী সময়ে এই কলের কাজ শুরু হলে বাড়িতে জল পৌঁছনোর পাশাপাশি গ্রামে বহু জনের জন্য কাজের সুযোগও তৈরি হবে বলে কেন্দ্রের দাবি। রাজ্য সরকারের তরফে বলা হয়েছে, রাজ্যে জলপ্রকল্পে যথেষ্ট ভাল কাজ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে ইচ্ছাকৃত ভাবে কুৎসা করছে কেন্দ্র।