Pahalgam Terror Attack

পহেলগাঁও কাণ্ডের পরে সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক্‌ড! আবার নাম জড়াল পাকিস্তানের

পহেলগাঁও কাণ্ডের পরে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। সিন্ধু জল চুক্তি বাতিলের কথা সরকারি ভাবে ঘোষণা করা হয়েছে। পাকিস্তানিদের দেওয়া ভারতীয় ভিসাও বাতিল করে দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১৮:৪৩
Share:
সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক্‌ড হওয়ার অভিযোগ।

সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক্‌ড হওয়ার অভিযোগ। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

‘আর্মি কলেজ অফ নার্সিং’-এর ওয়েবসাইট হ্যাকের অভিযোগ উঠল। পহেলগাঁও কাণ্ডের পরে এই ঘটনাতেও নাম জড়িয়েছে পাকিস্তানের। হ্যাকিংয়ের দায় স্বীকার করেছে পাকিস্তানের একটি হ্যাকার গোষ্ঠী— ‘টিম ইনসেন পিকে’।

Advertisement

দেশের বিভিন্ন শহরে রয়েছে এই সেনা নার্সিং কলেজ। সেনার একটি সূত্র জানিয়েছে, এই প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত। ওয়েবসাইট হ্যাক্‌ড হওয়ার বিষয়ে ইন্ডিয়ান কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম (সিইআরটি-ইন)-এর সাহায্য চাওয়া হবে বলে সেনা সূত্রে খবর। দেশে কম্পিউটার সুরক্ষার বিষয়ে নজরদারি চালায় এই সিইআরটি-ইন।

পহেলগাঁও কাণ্ডের পরে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। সিন্ধু জল চুক্তি বাতিলের কথা সরকারি ভাবে ঘোষণা করা হয়েছে। পাকিস্তানিদের দেওয়া ভারতীয় ভিসাও বাতিল করে দেওয়া হয়েছে। একমাত্র পাকিস্তানি হিন্দুদের যে দীর্ঘমেয়াদী ভিসা দেওয়া হয়েছিল, তা বাতিল করা হচ্ছে না বলে জানিয়েছে কেন্দ্র। ভারতে থাকা পাকিস্তানিদের এ দেশ ছেড়ে যাওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। পাল্টা কিছু পদক্ষেপ করেছে পাকিস্তানও। ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিয়েছে পাকিস্তান। ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করা হয়েছে। ওয়াঘা সীমান্ত বন্ধ-সহ একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছে পাকিস্তান। এই আবহে সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক্‌ড হওয়ার অভিযোগ উঠল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement