ধর্মকে সন্ত্রাস থেকে বিচ্ছিন্ন করতে হবে, মালয়েশিয়ায় বললেন মোদী

প্যারিস হামলার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে মুখ খোলার জন্য ফের একটি আন্তর্জাতিক মঞ্চকে বেছে নিলেন ভারতের প্রধানমন্ত্রী। বিশ্ব জুড়ে যে ভাবে সন্ত্রাসের সঙ্গে ধর্মকে জুড়ে দেওয়া হচ্ছে, তার কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী মোদী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৫ ১৮:৩৬
Share:

প্যারিস হামলার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে মুখ খোলার জন্য ফের একটি আন্তর্জাতিক মঞ্চকে বেছে নিলেন ভারতের প্রধানমন্ত্রী। বিশ্ব জুড়ে যে ভাবে সন্ত্রাসের সঙ্গে ধর্মকে জুড়ে দেওয়া হচ্ছে, তার কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী মোদী।

Advertisement

কুয়ালালামপুরে ‘আসিয়ান’ জোটের দেশগুলির শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘ধর্মকে সন্ত্রাস থেকে বিচ্ছিন্ন করতে হবে। সন্ত্রাসবাদ এখন গোটা বিশ্বে সবচেয়ে বড় বিপদ। সেই সন্ত্রাসে ধর্ম জড়িয়ে থাকছে বলেই তা আরও বিপজ্জনক হয়ে উঠছে। মনে রাখতে হবে, সন্ত্রাসবাদ কোনও ভৌগলিক সীমারেখা মানে না। সন্ত্রাসবাদ ধর্মকে ব্যবহার করে। কিন্তু সব ধর্মের মানুষই শিকার হন সন্ত্রাসবাদের। আমাদের দু’ ধরনের মানুষের ফারাকটা বুঝতে হবে। এক দল মানুষ, যারা বিশ্ব মানবতার পক্ষে। আর অন্য দলের মানুষ, যরা তার বিপক্ষে।’’

‘আসিয়ান’ জোটের দেশগুলির শীর্ষ সম্মেলন ছাড়াও প্রধানমন্ত্রী মোদী ভাষণ দিয়েছেন কুয়ালালামপুরে অনাবাসী ভারতীয়দের জনসভায়। সেখানেও একই কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement