বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। —ফাইল চিত্র।
কলম্বোয় ধারাবাহিক বিস্ফোরণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। ঘটনার খবর পাওয়ার পর থেকেই ক্রমাগত কলম্বোয় ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে টুইট করে জানান তিনি।
কলম্বোয় ভারতীয়রা এই পরিস্থিতিতে যাতে যথাযথ সাহায্য পান, তার জন্য ভারতীয় দূতাবাসের কয়েকটি হেল্পলাইন নম্বরও রিটুইট করে জানিয়েছেন তিনি।
রবিবার সকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো এবং তার আশেপাশে একটি বিলাসবহুল হোটেল ও তিনটি গির্জায় ধারাবাহিক বিস্ফোরণ ঘটে। যার ফলে অন্তত ১৫০ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হন। নিহত এবং আহতদের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: পর পর বিস্ফোরণে কেঁপে উঠল কলম্বোর গির্জা-হোটেল, নিহত অন্তত ১৫০, জখম ৩০০
রবিবার সকালে এই খবর পাওয়ার পরই সুষমা টুইট করেন, ‘কলম্বো- আমি ক্রমাগত কলম্বোয় ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছি। পরিস্থিতির উপর আমাদের নজর রয়েছে।’
এই সংক্রান্ত যে কোনও রকম সাহায্যের জন্য +৯৪৭৭৭৯০২০৮২, +৯৪৭৭৭৯০৩০৮২, +৯৪৭৭৭২২৩৪১৭৬, +৯৪৭৭৭৯০৩০৮২, +৯৪১১২৪২২৭৮৮, +৯৪১১২৪২২৭৮৯ নম্বরে ফোন করা যাবে বলে রিটুইট করে সুষমা জানিয়েছেন।
স্থানীয় সময় সকাল পৌনে ৯টা নাগাদ এই বিস্ফোরণ ঘটে। কিন্তু এখনও কোনও জঙ্গি গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি।