দানিশের টাঙানো সেই ব্যানার। ছবি: সংগৃহীত।
বিরাট কোহলি যত রান করবেন, বিরিয়ানিতে তত ছাড় দেওয়া হবে। বৃহস্পতিবার মুম্বইয়ে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের আগে এমনই বিজ্ঞাপন দিয়েছিলেন উত্তরপ্রদেশের এক বিরিয়ানি বিক্রেতা। রীতিমতো ব্যানার টাঙিয়ে গ্রাহকদের উদ্দেশে সেই বার্তা দিয়েছিলেন মহম্মদ দানিশ রিজওয়ান।
কোহলির বিরাট ভক্ত দানিশ। গ্রাহকদের বিরিয়ানির দামে বিরাট ছাড় দিয়ে তাঁর প্রিয় ক্রিকেটারের প্রতি ভালবাসা জাহির করলেন দানিশ। বৃহস্পতিবারের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮৮ রান করেন কোহলি। দানিশ আগেই জানিয়েছিলেন যে, তাঁর প্রিয় ক্রিকেটার যত রান করবে, ঠিক সেই পরিমাণ ছাড় দেওয়া হবে বিরিয়ানির দামে। করলেনও তাই। কোহলি ৮৮ রান করায় বিরিয়ানির দামেও ৮৮ শতাংশ ছাড় দিলেন দানিশ।
অন্য দিন এক প্লেট বিরিয়ানি বিক্রি করেন ৬০ টাকায়। কোহলির রানকে উৎসর্গ করে সেই ৬০ টাকার বিরিয়ানি বিক্রি করেছেন মাত্র ৭ টাকায়! তাই এই প্রস্তাব পেতে গ্রাহকদের দ্রুত নাম নথিভুক্তও করাতে বলেছিলেন দানিশ। তাঁর এই প্রস্তাবে সাড়া দিয়ে প্রচুর গ্রাহক এসেছিলেন বিরিয়ানি খেতে। এক সংবাদমাধ্যমকে দানিশ জানিয়েছেন, কোহলি দ্বিশতরান করলে খুবই ভাল হত। তা হলে গ্রাহকদের দু’প্লেট করে বিরিয়ানি খাওয়াতে পারতাম। দানিশ জানিয়েছেন, ২০০ গ্রাহককে ৮৮ শতাংশ ছাড়ে বিরিয়ানি খাইয়েছেন। তিনি আরও জানিয়েছেন, তাঁর এই প্রস্তাব বিশ্বকাপে ভারতের বাকি ম্যাচগুলির দিনেও থাকবে।