ট্রেনের এসি থেকে বেরচ্ছে জল। ছবি টুইটার ভিডিয়োর দৃশ্য।
দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে অধিকাংশ ভারতবাসীর ভরসা ভারতীয় রেল। কিন্তু রেলের যাত্রী পরিষেবার মান প্রায়শই প্রশ্নের মুখে পড়ে। যেমন সম্প্রতি এক রেল যাত্রীর সৌজন্যে সামনে এসেছে ভিডিয়ো। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, কী ভাবে রেলের কোচের এসি থেকে গলগল করে বেরচ্ছে জল।
গত ২৯ জুন পটনা থেকে বেঙ্গালুরু যাচ্ছিল সঙ্ঘমিত্রা এক্সপ্রেস। যাত্রার মধ্যেই ‘এ-১’ কোচের এক অংশে এসির ভেন্ট থেকে বেরতে থাকে জল। এসির ওই ভেন্ট থেকে এত জোরে জল বেরোচ্ছিল সেই জলে পুরো ভিজে যায় কামরার ওই অংশে থাকা সমস্ত সিট। সে সময় ওই কামরার যাত্রীরা ডেকে পাঠান টিকিট চেকারকে।
টিকিট চেকার এসে সেই খবর পাঠিয়ে দেয় রেল কর্তৃপক্ষকে। এর বেশ কিছুক্ষণ পর ওই এসি থেকে জল বেরনো বন্ধ হয়। তবে কোন সমস্যার জন্য এসি থেকে জল বেরচ্ছিল তা এখনও জানা যায়নি। তবে ট্রেনের মধ্যে সফরকালে এ রকম সমস্যার মুখে পড়ে ক্ষুব্ধ হয়েছেন যাত্রীরা।
দেখুন সেই ভিডিয়ো-
আরও পড়ুন: গরুর ফুটবল প্রেম দেখলে অবাক হবেন আপনিও!
আরও পড়ুন: পড়াশোনায় ভাল কেন তুই! মাদক খাইয়ে বোনকে গণধর্ষণ তুতো দাদাদের