Viral video

বিদ্যুতের বেড়া পেরিয়ে যাচ্ছে হাতি, বুদ্ধি দেখলে অবাক হবেন

প্রথমে হাতিটি শুঁড় দিয়ে কাঠের খুঁটির উপরের দিকে ধরে। উপর থেকে কয়েক ইঞ্চি ছেড়ে বিদ্যুতিক তারগুলি লাগানো ছিল। শুঁড় দিয়ে হাতিটি কাঠের খুঁটিটিকে নাড়িয়ে নাড়িয়ে টেনে মাটিতে ফেলে দেয়। খুঁটির সঙ্গে বিদ্যুতের তারগুলিও পড়ে যায়। এবার তারগুলির মাঝের ফাঁকে পা ফেলে সেটি পেরিয়ে যায় হাতিটি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৯ ১৬:২৮
Share:

বৈদ্যুতিক তারের বেড়া পেরচ্ছে হাতি। ছবি: টুইটার থেকে নেওয়া।

পশুপাখিদের বুদ্ধি, তাদের অবাক করে দেওয়া সব কাণ্ডকারখানা মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভেসে ওঠে। ফের তেমনই একটি ভিডিয়ো সামনে এল। সেখানে দেখা যাচ্ছে, কী ভাবে বুদ্ধি খাটিয়ে বিদ্যুতের বেড়া টপকে যাচ্ছে একটি হাতি

Advertisement

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা তাঁর টুইটার হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে,কাঁচা রাস্তার ধারে একটি ফসলের ক্ষেত। আর তার চারদিকে তারের বেড়া দেওয়া। একটি হাতি সেটিকে পার করার চেষ্টা চালাচ্ছে। আর সে কাজে সফলও হয় হাতিটি।

প্রথমে হাতিটি শুঁড় দিয়ে কাঠের খুঁটির উপরের দিকে ধরে। উপর থেকে কয়েক ইঞ্চি ছেড়ে বিদ্যুতিক তারগুলি লাগানো ছিল। শুঁড় দিয়ে হাতিটি কাঠের খুঁটিটিকে নাড়িয়ে নাড়িয়ে টেনে মাটিতে ফেলে দেয়। খুঁটির সঙ্গে বিদ্যুতের তারগুলিও পড়ে যায়। এবার তারগুলির মাঝের ফাঁকে পা ফেলে সেটি পেরিয়ে যায় হাতিটি।

Advertisement

আরও পড়ুুন: খাবার ডেলিভারিতে দেরি, অভিযোগ করায় ক্রেতার কী হাল দেখুন

দেখুন সেই ভিডিয়ো:

ভিডিয়োটি ৪ নভেম্বর টুইটারে পোস্ট করেন সুশান্ত নন্দা। এখনও পর্যন্ত ভিডিয়োটি প্রায় ৩৪ হাজার ইউজার দেখেছেন। নেটিজেনরা কমেন্টে হাতিটির এমন বুদ্ধির প্রশংসাও করছেন।

আরও পড়ুুন: নুড প্যান্টসুটে বিশ্বকাপের ট্রফি উদ্বোধন অনুষ্ঠানে করিনা কপূর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement