Indian Railway

রেললাইনে শিশু, আসছে ট্রেন, দেবদূতের মতো বাঁচালেন রেলকর্মী

একটি বাচ্চাকে বাঁচিয়ে নেটাগরিকদের চোখে নয়নের মণি হয়ে উঠেছেন ওই রেলকর্মী।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২১ ১৬:৩০
Share:

বাচ্চাকে বাঁচাচ্ছেন রেলকর্মী। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

মধ্য রেলের মুম্বই শাখায় পয়েন্টম্যান হিসেবে কাজ করেন ময়ূর শেলখে। চলন্ত ট্রেনের সামনে থেকে রেললাইনে পড়ে যাওয়া একটি বাচ্চাকে বাঁচিয়ে নেটাগরিকদের চোখে নয়নের মণি হয়ে উঠেছেন তিনি।

Advertisement

শনিবার ভাঙানি রেলস্টেশনে ২ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে একজনের হাত ধরে হেঁটে যাচ্ছিল একটি বাচ্চা। হঠাৎ হাত ছে়ড়ে দৌড়তে গিয়ে রেললাইনে পড়ে যায় বাচ্চাটি। নিজে থেকে বাচ্চাটি প্ল্যাটফর্মে উঠতে পারছিল না। যার সঙ্গে বাচ্চাটি যাচ্ছিল তিনিও বাচ্চাটিকে তুলতে পারেননি। তখন একটি ট্রেন ঢুকছিল ওই লাইন দিয়ে। তা দেখতে পেয়েই ছুটে আসেন ময়ূর। ট্রেন চলে আসার আগেই বাচ্চাটিকে লাইন থেকে তুলে নিজে কোনও মতে উঠে আসেন প্ল্যাটফর্মে। তার তৎপরতায় প্রাণে বাঁচে বাচ্চাটির।

এই ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। রেল মন্ত্রকের তরফে ঘটনার ভিডিয়ো নেটমাধ্যমে প্রকাশ করা হয়েছে। এবং সাহসিকতার সঙ্গে বাচ্চাটির জীবন বাঁচানোর জন্য প্রশংসিত হয়েছেন ওই রেলকর্মী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement