Viral video

জল নয় অন্য কিছু নেমে আসছে পাহাড়ের গা বেয়ে, মিজোরামের এই ভাইরাল ভিডিয়ো দেখেছেন?

পাহাড়ের গা বেয়ে গড়িয়ে পড়ছে, মনে হবে যেন কোনও ঝরনার জল নেমে আসছে। আসলে এটা কী?

Advertisement

সংবাদ সংস্থা

আইজল শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৯ ১৬:৫৪
Share:

পাহাড়ের গা বেয়ে কী নেমে আসছে? ছবি: ফেসবুক থেকে নেওয়া।

প্রকৃতি মানুষকে বার বার বিস্মিত করে। মিজোরামের এমনই একটি দৃশ্য ফের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রথম নজরে বোঝাই যাবে না এটি কোনও ধোঁয়া, না মেঘ, না ঝরনা!

Advertisement

মিজোরামের আইজলে পাহাড়ের গা বেয়ে নেমে আসছে একটি ঝরনা। কিন্তু ভাল করে দেখলেই বোঝা যাবে এই ঝরনার আর পাঁচটার মতো নয়।পাহাড়ের উপর থেকে ধোঁয়ার মতো নেমে আসছে। তবে অনেক ঝরনার জল পাহাড়ের গায়ে এত ধাক্কা খেতে খেতে নামে যে ধোঁয়ার মতো জলবিন্দু নিয়ে নামে। তবে এই ঝরনা তেমনটাও নয়, গতিও কেমন যেন মন্থর।

আসলে এটি কোনও জলের ঝরনা নয়। এটি পাহাড় বেয়ে নামে আসা মেঘের রাশি। এমন ভাবে পাহাড়ের গা বেয়ে গড়িয়ে পড়ছে, মনে হবে যেন কোনও ঝরনার জল নেমে আসছে।

Advertisement

আরও পড়ুন: কোল্ড ড্রিঙ্কের বোতলের উপর টিভি, এক পায়ায় দাঁড়িয়ে চেয়ার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবি

একটি ফেসবুক পেজে ২২ নভেম্বর এই ভিডিয়োটি পোস্ট হয়েছে। প্রচুর মানুষ সেটি লাইক, শেয়ারও করেছেন। ৪৭ সেকেন্ডের ভিডিয়োটি এখনও পর্যন্ত প্রায় পাঁচ লক্ষ বার দেখা হয়েছে।

আরও পড়ুন: একাকী ৮২ বছরের বৃদ্ধার ঘরে চুরি করতে ঢুকে কী হাল হল দেখুন চোরের

দেখুন সেই ভিডিয়ো:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement