Twitter

চলন্ত গাড়ি থেকে শরীর বের করে স্টান্ট! গ্রেফতার তিন যুবক

মুম্বই পুলিশের টুইটার হ্যান্ডলে ভিডিয়োটি পোস্ট করা হয়। সেখানে লেখা হয়, এই ধরনের সফরের চূড়ান্ত গন্তব্য পুলিশ গারদ, রেড কার্পেট নয়

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জুন ২০১৯ ১৩:৫৪
Share:

ছবি : মুম্বই পুলিশের টুইট থেকে নেওয়া।

সম্প্রতি মুম্বইয়ে তিন জনকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, গত ৭ জুন তারা একটি চলন্ত গাড়ির জানালা দিয়ে শরীর বের করে কসরত দেখাতে শুরু করছিল। সেটি আর একটি চলন্ত গাড়ি থেকে ক্যামেরা বন্দি হয়। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে মুম্বই পুলিশ।

Advertisement

মুম্বই পুলিশের টুইটার হ্যান্ডলে ভিডিয়োটি পোস্ট করা হয়। সেখানে লেখা হয়, এই ধরনের সফরের চূড়ান্ত গন্তব্য পুলিশ গারদ, রেড কার্পেট নয়। মুম্বইয়ে কার্টার রোডে এই বিপজ্জনক খেলায় সামিল হয়েছিল ওই যুবকেরা। মুম্বইয়েরখার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ৮ জুন ওই গাড়িটি বাজেয়াপ্ত করে। গ্রেফতার হয় ওই তিনজন।

গোটা দেশ এখন পথ দুর্ঘটনা ও দুর্ঘটনায় হতাহতের পরিমাণ কমাতে চেষ্টা করছে। সেফ ড্রাইভ সেভ লাইফের শ্লোগান দিয়ে নানা কর্মসূচি নেওয়া হচ্ছে। তখন ধরনের কাজ সত্যিই দুর্ভাগ্যজনক।

Advertisement

মুম্বই পুলিশের এই বার্তা অতিউত্সাহীদের বিপদের ঝুঁকি নিয়ে খেলা দেখানো থেকে বিরত করতে পারবে কি না, তা বলা মুশকিল। মুম্বই পুলিশের এই টুইটটি প্রায় ৫০ হাজার বার দেখা হয়ে গিয়েছে।

আরও পড়ুন : নজরদারি ক্যামেরায় ও কার ছবি! দেখে চমকে গেলেন মহিলা

আরও পড়ুন : পাকিস্তানের জার্সিতে ‘বিরাট’!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement