Viral

ম্যাগির পায়েসের পর এ বার কুরকুরের মিল্কশেক! বানাবেন নাকি?

সে রকমই সোশ্যাল মিডিয়া এ বার আবির্ভাব হয়েছে আরও একটি নতুন পদের। আর সেই নিয়েই ফের আলোচনায় মেতেছেন নেটিজেনরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৯ ১১:২২
Share:

কুরকুরে মিল্কশেক। ছবি টুইটার থেকে সংগৃহীত।

নিত্যনতুন খাবার নিয়ে প্রায়শই আলোচনায় মেতে ওঠে নেটদুনিয়া। মাসখানেক আগে ম্যাগির পায়েস ও চকোলেট চেরি দোসা নিয়ে আলোচনায় মেতেছিল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম। সে রকমই সোশ্যাল মিডিয়া এ বার আবির্ভাব হয়েছে আরও একটি নতুন পদের। আর সেই নিয়েই ফের আলোচনায় মেতেছেন নেটিজেনরা।

Advertisement

ম্যাগির পায়েসের পর এ বার নেটদুনিয়া মেতেছে কুরকুরের মিল্ক শেকে। সাহিল অধিকারী নামের এক টুইটার ব্যবহারকারী সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছিলেন কুরকুরে মিল্কশেকের ছবি। তার পর থেকেই এটি বানিয়ে, সেই ছবি নিজ নিজ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করার হিড়িক পড়েছে নেটিজেনদের মধ্যে।

সেই সব ছবিতে দেখা যাচ্ছে, দুধের মধ্যে ভেজানো রয়েছে কুরকুরে। এ ভাবেই নাকি তৈরি হয়েছে কুরকুরের মিল্কশেক। আপনিও বাড়িতে এক বার বানাবেন নাকি কুরকুরের মিল্কশেক?

Advertisement

আরও পড়ুন: মোদীর রাজ্যে গিয়ে স্মৃতি ইরানির তলোয়ার হাতে নাচ, দেখুন সেই ভিডিয়ো

আরও পড়ুন: এক্সপ্রেস ট্রেনে খাবারের দাম এক লাফে বাড়ল অনেকটা, দেখে নিন নতুন দামের তালিকা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement