গ্রাফিক: সন্দীপন রুইদাস।
কর্নাটকের এক মন্ত্রীর বিরুদ্ধে মদের দোকান থেকে ৫ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ উঠল। সম্প্রতি এ নিয়ে আবগারি দফতরের দুই আধিকারিকের কথোপকথনের একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে।
বিজেপি-শাসিত কর্নাটকের ওই মন্ত্রীর নাম প্রকাশ্যে না এলেও এ নিয়ে ঝড় উঠেছে নেটমাধ্যম থেকে প্রশাসনে। যদিও গোটাটাই ভুয়ো বলে দাবি করেছে রাজ্যের আবগারি দফতর। অভিযোগ, আবগারি দফতরের ডেপুটি কমিশনার (ডিএসই) এবং ইনস্পেক্টরদের কথোপকথনে শোনা গিয়েছে যে ওই মন্ত্রী কোপ্পল জেলার মদের দোকানগুলিতে যা বিক্রি হবে তার আবগারি শুল্ক থেকে ৫ লক্ষ টাকা দাবি করছেন। এমনকি, তাঁর দাবি না মানলে ওই আধিকারিকদের এর ফল ভুগতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
এই অডিয়ো ক্লিপটি ভুয়ো কি না, তা জানা না গেলেও এ নিয়ে তৎপর হয়েছে কর্নাটক পুলিশ-প্রশাসন। মঙ্গলবার রাজ্যের ডেপুটি কমিশনার এ বিকাশ কিশোর সংবাদমাধ্যমে বলেছেন, “অডিয়ো ক্লিপ-কাণ্ডে ডিএসইকে শো-কজ নোটিস জারি করা হয়েছে।”