উইন্ডস্ক্রিনের চারপাশে কালো আস্তরণ। যাকে ফ্রিট বলে। প্রতীকী ছবি।
নিজেদের গাড়ি থাকলেও অনেকেই তার খুঁটিনাটির খোঁজ রাখেন না। যেমন, কখনও খেয়াল করেছেন কি গাড়ির উইন্ডস্ক্রিনের চারপাশ দিয়ে কালো রঙের স্টিকার জাতীয় একটি জিনিস লাগানো থাকে? হয়তো বা খেয়াল করেছেন। কিন্তু মনে প্রশ্ন জাগেনি, কেন ওই কালো রঙের আস্তরণ থাকে। যাকে ‘ফ্রিট’ বলা হয়।
বিষয়টা খুবই সাধারণ। কিন্তু অনেকের কাছেই সেই কারণ অজানা। জেনে নেওয়া যাক, কেন ওই ফ্রিট দেওয়া থাকে। হয়তো কেউ বলতে পারেন, গাড়ির রেডিয়ো সিগন্যাল যাতে ভাল আসে সে জন্যই ওটি লাগানো হয়। এই ধারণা কিন্তু একেবারেই ভুল।
ফ্রিটের দু’টি কাজ আছে। একটি হল, উইন্ডস্ক্রিনকে তার ফ্রেমের সঙ্গে ধরে রাখা। আর দ্বিতীয়টি হল, যে আঠা দিয়ে উইন্ডস্ক্রিন ফ্রেমের সঙ্গে জোড়া থাকে, সূর্যের অতিবেগনি রশ্মির প্রভাবে তা নষ্ট হয়ে গিয়ে কাচে ফাটল ধরাতে পারে। ফ্রিট সেই সম্ভাবনাকেও রোধ করে।