কেভিন রাহুল। ফেসবুক থেকে নেওয়া ছবি।
যাঁরা খুব ভাল মনে রাখতে পারেন, তাঁদের স্মৃতিশক্তিকে হাতির সঙ্গে তুলনা করা হয়। তবে কোনও হাতির গাড়ির প্রতি এমন ভালবাসা আছে বলে মনে হয় না। স্মৃতিশক্তির আশ্চর্য রেকর্ড গড়ল চেন্নাইয়ের সাত বছরের এক শিশু, যা শুনলে আপনিও এমন রেকর্ড গড়তে আগ্রহী হয়ে উঠতে পারেন, যদি আপনারও গাড়ির প্রতি ভালবাসা থাকে।
চেন্নাইয়ের কেভিন রাহুল গাড়ি পছন্দ করে। গাড়ির প্রতি ভালবাসা কি আর শুধু গাড়ি কিনে প্রকাশ করা যায়! কেভিন নিজের মতো করে সেই ভালবাসা লালন করেছে। সে দেশ বিদেশের বিভিন্ন গাড়ির লোগো চিনতে শুরু করে। আর তার সেই খেলা রেকর্ড বুকে তার নাম তুলে দিল।
কেভিন এক মিনিটে ১২৫টি গাড়ির লোগো দেখে সঠিক ভাবে বলে দিয়েছে গাড়িগুলির নাম। আর তাতেই তার নাম উঠেছে তার ‘ইন্ডিয়া বুক অব রেকর্ডস ২০২০’ আর 'এশিয়া বুক অব রেকর্ডস'-এ। কেভিনের বাবা রাজু জানিয়েছেন, তাঁর ছেলের স্মৃতিশক্তি খুব ভাল, সে প্রায় সব কিছুই মনে রেখে দিতে পারে।
আরও পড়ুন: ৬০ বছর পর ফের একই সাজে, ‘নব দম্পতি’-র বিয়ের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
আরও পড়ুন: মহিলার মুখের ভিতর থেকে টেনে বার করা হল ৪ ফুট লম্বা সাপ!
কেভিনের খুব ইচ্ছে, সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবে এবং তাঁর সঙ্গে আইক্রিম খাবে। তা শুনে কেভিনের বাবা তাকে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এমনি এমনি দেখা করা যায় না। দেখা করতে গেলে স্পেশাল কিছু করতে হবে। তার পরই ছেলের জন্য এই লোগো মনে রাখার খেলা খেলতে শুরু করেন রাজু। জুন মাসে একবার এই রেকর্ড তৈরির চেষ্টা হয়। কিন্তু এত দিনে নতুন রেকর্ড গড়তে সফল হল কেভিন।